দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাগড়া দিয়েছে বৃষ্টি। এই কারণে মধ্যাহ্ন বিরতির পর নির্ধারিত সময়ে খেলা শুরু হতে দেরি হচ্ছে। মিরপুরের বৃষ্টি থামলেও এখনো খেলা শুরুর সময় নির্ধারণ করা হয়নি।
মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ১২ টা ৪১ মিনিটে দ্বিতীয় সেশন শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির বাঁধায় নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব হয়নি।
তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪ উইকেটে ২১০ রান করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে এখনো ১৫৫ রানে পিছিয়ে আছে লঙ্কানরা।
১৪৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনের প্রথম সেশনের দ্বিতীয় বলেই লঙ্কান শিবিরে আঘাত হানেন ইবাদত। তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কাসুন রাজিথা। পরে সেঞ্চুরির পথে আগাতে থাকা দিমুথ করুণারত্নেকে ফিরিয়ে দেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
এরপর আর কোনো সাফল্য না পেলেও লঙ্কানদের রানে লাগাম টেনে ধরেছে বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত প্রথম সেশনে ২৪ দশমিক ১ ওভার বোলিং করে মাত্র ৬৭ রান তুলেছে শ্রীলঙ্কা।
প্রথম সেশন শেষে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ধনঞ্জয়া ডি সিলভা। দুই ব্যাটারের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২৫ এবং ৩০ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর