দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় বলেই প্যাভিলিয়নের পথ ধরলেন শ্রীলঙ্কান ব্যাটার কাসুন রাজিথা। ইবাদত হোসেনের করা বলে বোল্ড আউট হয়ে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেছেন কাসুন রাজিথা।
ঢাকা টেস্টে শ্রীলঙ্কার ইনিংসের ৪৩তম ওভারে সাকিবের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন কুশল মেন্ডিস। দিনের বেশিসময় বাকি না থাকায় নাইটওয়াচম্যান নামিয়েছিল শ্রীলঙ্কা। সেই ভূমিকায় মাঠে নেমেছিলেন কাসুন রাজিথা।
হাজারো চেষ্টা করে দিনের শেষভাগে আর কোনো উইকেট না শিকার করতে না পারায় অপরাজিত থেকে দিন শেষ করেন কাসুন রাজিথা এবং দিমুথ করুণারত্নে।
বুধবার (২৫ মে) দিনের দ্বিতীয় বলে ইবাদতের করা অফ স্ট্যাম্পের বাইরের বল মিস করেন রাজিথা। ফলস্বরুপ, বল সরাসরি অফ স্ট্যাম্পে আঘাত করলে বোল্ড আউট হয়েই প্যাভিলিয়নে ফিরতে হয়ে কাসুন রাজিথাকে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি কাসুন রাজিথা। ১২ বল খেলে শূন্য রানে আউট হয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৫০ ওভারে ১৫১ রান। এখনো অপরাজিত আছেন দিমুথ করুনারত্নে (৭৬) এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস (০)।
স্পোর্টসমেইল২৪/পিপিআর