নিজেদের প্রথম ইনিংসে সাবধানী লঙ্কানরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৪ মে ২০২২
নিজেদের প্রথম ইনিংসে সাবধানী লঙ্কানরা

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই ইবাদত হোসেন রান আউটের শিকার হলে ৩৬৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। নিজেদের প্রথম ইনিংসের শুরুতে বেশ সাবধানী ছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুণারত্নে এবং ওশাদা ফার্নান্দো। চট্টগ্রামে শুরুটা ভালো না হলেও ঢাকায় ভালো শুরুর দিকে মনোযোগী ছিলেন লঙ্কানরা। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৮৪ তুলেছে তারা।

বাংলাদেশের ব্যাটিংয়ে ইনিংসে লঙ্কান পেসারদের আধিপত্য থাকলেও শুরু থেকেই স্পিন আক্রমণেই ভরসা রেখেছে বাংলাদেশ দল। বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও লঙ্কানদের উদ্বোধনী জুটি এখনো ভাঙতে পারেনি বাংলাদেশি বোলাররা।

ইনিংসের শুরুটা সাবধানী হলেও সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন লঙ্কান দুই ওপেনার দিমুথ করুণারত্নে এবং ওশাদা ফার্নান্দো। চট্টগ্রামে দুই ইনিংসেই ব্যর্থ হওয়া ওশাদা মিরপুরে তুলে নিয়েছেন ক্যারিয়ারে পঞ্চম হাফ সেঞ্চুরি।

নিজের ইনিংসের ৭৪তম বলে ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি করেছেন ওশাদা ফার্নান্দো। ইনিংসে হাঁকিয়েছেন এক ছক্কা এবং সাত চার। দ্বিতীয় সেশন শেষে ৮৩ বলে ৫৩ রানে অপরাজিত আছেন ফার্নান্দো। অপরপ্রান্তে তার সাথে অপরাজিত আছেন দিমুথ করুণারত্নে। তিনি ৪৯ বলে ৩১ রান করেছেন।

দ্বিতীয় সেশনে ২২ ওভার ব্যাটিং করে ৮৪ রান তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে এখনো কোনো সাফল্য এনে দিতে পারেননি বোলাররা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

ছয় ডাকের পরও বড় সংগ্রহের নাম্বার ওয়ান বাংলাদেশ

ছয় ডাকের পরও বড় সংগ্রহের নাম্বার ওয়ান বাংলাদেশ

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে সাজঘরে লিটন দাস

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে সাজঘরে লিটন দাস

মিরপুরেও ধারাবাহিকতার ‘শীর্ষে’ লিটন

মিরপুরেও ধারাবাহিকতার ‘শীর্ষে’ লিটন