ক্যারিয়ার সেরা ইনিংস খেলে সাজঘরে লিটন দাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৪ মে ২০২২
ক্যারিয়ার সেরা ইনিংস খেলে সাজঘরে লিটন দাস

দ্বিতীয় দিনের শুরুতে সাবধানী শুরু করলেও সপ্তম ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। লঙ্কান পেসার কাসুন রাজিথার বলে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। আর এতেই ভেঙেছে মুশফিক-লিটনের ২৭২ রানের জুটি। লিটন দাস ব্যক্তিগত ১৪১ রানে প্যাভিলিয়নে ফিরেছেন।

সোমবার (২৩ মে) মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। কিন্তু প্রথম ঘণ্টায় ২৪ রানে ৫ উইকেট হারিয়ে অধিনায়কের সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ২৪ রানেই প্যাভিলিয়নে ফেরেন টাইগারদের পাঁচ ব্যাটার।

পরের সময়টুকু পুরোটাই মুশফিক-লিটন জুটির গল্প। দুইজন মিলে প্রথম দিনের বাকি সময় কোনো উইকেট না হারিয়ে ২৭৭ রানের দিন শেষ করেন তারা। প্রথম দিনে দুইজন মিলে গড়েন ২৫৩ রানের জুটি।

এই জুটিতে প্রথম দিনে ১৩৫ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। নিজের ইনিংসের ৯৬তম বলে অর্ধশতক তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। আর হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে ৫১ বলে খেলেন এই ক্রিকেটার। ১৪৯তম বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

সেঞ্চুরির পরও প্রথম দিনের বাকি অংশে বেশ সাবলীল ছিলেন লিটন। খেলতে থাকেন নিজের ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১১৪ রানের ইনিংস খেলেন লিটন। এটাই ছিল তার ক্যারিয়ার সেরা ইনিংস। সেই ইনিংসকে ছাড়িয়ে এবার নিজের ক্যারিয়ার সেরা ১৪১ রান করলেন লিটন।

পুরো ইনিংসে ২৪৬ বল খেলেছেন তিনি। এই সময়ে ১৬ চার এবং একটি ছক্কা হাকান তিনি।

প্রথম দিন শেষে ২২১ বলে ১৩৫ রানে অপরাজিত ছিলেন লিটন। দ্বিতীয় দিনের শুরুতে ২৫ বল খেলে আগের দিনের সাথে ১০ রান যোগ করেই কাসুন রাজিথার শিকার হন লিটন দাস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

শঙ্কামুক্ত কুশল মেন্ডিস

শঙ্কামুক্ত কুশল মেন্ডিস

ঢাকায় পাকিস্তানের গড়া ৬৩ বছরের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন

ঢাকায় পাকিস্তানের গড়া ৬৩ বছরের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন

মিরপুরেও ধারাবাহিকতার ‘শীর্ষে’ লিটন

মিরপুরেও ধারাবাহিকতার ‘শীর্ষে’ লিটন

চট্টগ্রাম-ঢাকায় মুশফিকের টানা টেস্ট সেঞ্চুরি

চট্টগ্রাম-ঢাকায় মুশফিকের টানা টেস্ট সেঞ্চুরি