মিরপুরে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে হঠাৎই বুকে ব্যাথা অনুভব করেন তিনি। সেই সময় ঠিক কি কারণে অসুস্থবোধ করছিলেন তা জানা যায়নি। সতর্কতাস্বরুপ তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে জানা যায়, সুস্থ আছেন কুশল মেন্ডিস।
সোমবার (২৩ মে) মিরপুরে মধ্যাহ্ন বিরতির আগের ওভারে লঙ্কান উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার দেওয়া বল নিজের কাছে নেন কুশল মেন্ডিস। সেই সময়ই হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথেই তাকে মাঠের বাইরে বাইরে নেওয়া হয়। সতর্কতা স্বরুপ তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানেই জানা যায় শঙ্কামুক্ত মেন্ডিস।
তার শঙ্কামুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। তিনি জানান, পেশির টানজনিত সমস্যায় ব্যাথা অনুভব করছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, “তার (মেন্ডিস) ইসিজি করানো হয়েছে। সেখানে কোনো সমস্যা ধরা পড়েনি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
কুশল মেন্ডিসের বদলি হিসেবে ফিল্ডিং করছেন কামিন্দু মেন্ডিস। বদলি হিসেবে নেমে একটি ক্যাচও ছেড়েছেন কামিন্দু। ব্যক্তিগত ৪৭ রানে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দেন লিটন দাস।
চট্টগ্রামে ড্র হওয়া প্রথম টেস্টে দুই ইনিংসে ব্যাট হাতে ৫৪ ও ৪৮ রান করেছিলেন মেন্ডিস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর