ব্যাট হাতে দারুণ সময় কাটানো লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতে থেমেছিলেন। তবে একই প্রতিপক্ষের বিপক্ষে মিরপুরে আর ভুল করেননি লিটন দাস। তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় শতক।
২০২১ সালে চট্টগ্রামের পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান লিটন দাস। পরের সিরিজেই নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন এই ক্রিকেটার।
এবার মিরপুরেও দেখা পেলেন সেঞ্চুরির। এটা তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক। ক্যারিয়ারের ৩৩তম টেস্টে এসে তৃতীয় শতকের দেখা পেয়েছেন তিনি। ১৪৯ বলে এই সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
সোমবার (২৩ মে) মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মমিনুল হক। তবে তার সেই সিদ্ধান্তের যথার্থতার প্রমাণ দিতে পারেননি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। স্কোরবোর্ডের ২৪ রান তুলতেই হারিয়ে বসে পাঁচ উইকেট।
এরপরেই দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। দুইজন মিলেই এগিয়ে নিচ্ছেন বাংলাদেশের রানের চাকা।
ইনিংসের ১৪৯তম বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান লিটন দাস। হাফ সেঞ্চুরি থেকে শতকে পৌঁছাতে ৫১ বল খেলেছেন তিনি। এর আগে ইনিংসে অর্ধশতক করতে ৯৬ বল খেলেছিলেন এই ক্রিকেটার।
টেস্ট ক্যারিয়ারের প্রথম ২৫ টেস্টে কোনো সেঞ্চুরি করতে পারেননি লিটন দাস। পরের ৮ টেস্টেই তুলে নিয়েছেন তিন সেঞ্চুরি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর