চট্টগ্রামের পর ঢাকাতেও লিটন-মুশফিকের ফিফটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৩ মে ২০২২
চট্টগ্রামের পর ঢাকাতেও লিটন-মুশফিকের ফিফটি

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন লিটন দাস। ঢাকা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি। চট্টগ্রামের সেঞ্চুরি পাওয়া মুশফিকুর রহিমও তুলে নিয়েছে ফিফটি। এটা তার ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক।

সোমবার (২৩ মে) দিনের প্রথম শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। পাঁচ উইকেট হারিয়ে পুরোটাই ব্যাকফুটে ছিল টাইগাররা। মাত্র ২৪ রানে হারিয়ে বসেছিল ৫ উইকেট।

খাঁদের কিনারায় যাওয়া বাংলাদেশকে টেনে তোলার গুরু দায়িত্ব অর্পিত হয় লিটন দাস এবং মুশফিকুর রহিমের কাঁধে। সেই দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন এই দুই ব্যাটার। সর্বশেষ চট্টগ্রামেও ১৬২ রানের জুটি গড়েছিলেন এই দুই ব্যাটার।

লঙ্কান বোলারদের দেখেশুনে খেলা শুরু করা লিটন দাস মাঝে একবার জীবন পেয়েছিলেন। ব্যক্তিগত ৪৭ রান স্কয়ার লেগ অঞ্চলে ক্যাচ তুলে দিয়েছিলেন লিটন। তবে সেই বল তালুবন্দি করতে ব্যর্থ হন কামিন্দু মেন্ডিস।

জীবন পেয়ে আর ভুল করেননি ফর্মে থাকা লিটন। তুলে নেন ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি। ৯৬ বলে এই অর্ধশতক পূর্ণ করেন তিনি।

বিপরীতে ক্যারিয়ারে ২৬তম অর্ধশতক তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ১২০তম বলে তুলে নিয়েছেনে এই ফিফটি।

চট্টগ্রামে ক্যারিয়ারের ১০তম সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। অবশ্য সেই সেঞ্চুরি নিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছিলেন এই ক্রিকেটার। আর চট্টগ্রামে সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থেকে থেমেছিলেন লিটন কুমার দাস। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

১৩ বছর পর সাকিবের গোল্ডেন ডাক

১৩ বছর পর সাকিবের গোল্ডেন ডাক

৩২ মাস পর টেস্ট একাদশে মোসাদ্দেক

৩২ মাস পর টেস্ট একাদশে মোসাদ্দেক

উইন্ডিজ সফরে টেস্ট দলে সাকিব, ফিরলেন মোস্তাফিজ

উইন্ডিজ সফরে টেস্ট দলে সাকিব, ফিরলেন মোস্তাফিজ

মিরপুরে তাইজুল-সাকিবকে নিয়ে আত্মবিশ্বাসী মমিনুল

মিরপুরে তাইজুল-সাকিবকে নিয়ে আত্মবিশ্বাসী মমিনুল