টেস্ট খেলার দোলাচলে থাকা সাকিব আল হাসান প্রায় সাড়ে পাঁচ মাস পর ফিরেছেন সাদা পোশাকে। ফিরেই চট্টগ্রামে খেলেছিলেন ২৬ রানে ইনিংস। চট্টগ্রামে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। আর মিরপুরে ফিরেই শিকার গোল্ডেন ডাকের। ১৩ বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় গোল্ডেন ডাকের শিকার হয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার।
সোমবার (২৩ মে) শুরুর ঘণ্টার দুঃস্মৃতিতে সাকিব আল হাসান করেছেন এক অনাকাঙ্খিত রেকর্ড। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো গোল্ডেন ডাকের শিকার হয়েছেন তিনি। প্রথমবার এই শ্রীলঙ্কার বিপক্ষেই এই অনাকাঙ্খিত রেকর্ড গড়েছিলেন তিনি।
২০০৯ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন ডাকের শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। সেবার লঙ্কান স্পিনার অজান্থা মেন্ডিসের শিকার হয়েছিলেন তিনি। সেবারও লেগ বিফোরের ফাঁদেই পড়েছিলেন তিনি।
টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১১ ইনিংসে পাঁচবার রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন সাকিব আল হাসান। এর মধ্যে দুইবার গোল্ডেন ডাকের শিকার হয়েছেন। ক্যারিয়ারে দুইটি গোল্ডেন ডাকের শিকার হয়েছেন লঙ্কানদের বিপক্ষেই আর দুইবারই লেগ বিফোরের ফাঁদে পড়েছেন সাকিব।
সোমবার মিরপুরে কাসুন রাজিথার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাকিব আল হাসান। আম্পায়ারের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয় তাকে।
সাকিবের শূন্য রানের ইনিংস-
১. প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ব্লুমফেন্টইন, ২০০৮
২. প্রতিপক্ষ শ্রীলঙ্কা, চট্টগ্রাম,২০০৯
৩. প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ওয়েলিংটন, ২০১৭
৪. প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, নর্থ সাউন্ট, ২০১৮
৫. প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মিরপুর, ২০২২
স্পোর্টসমেইল২৪/পিপিআর