ঢাকার চেনা উইকেটে যেন অচেনা বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেদই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দিনের সপ্তম ওভার শেষ হওয়ার আগেই একে একে সাজঘরে ফিরেছেন পাঁচ টাইগার ব্যাটার। দলীয় ২৪ রানের মাঝে ৫ ব্যাটারকে হারিয়ে বিপদের পড়েছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে নিজেদের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন টাইগার ব্যাটাররা। লঙ্কান বোলারদের বিরুদ্ধে তামিম-মুশফিকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড নিয়েছিল বাংলাদেশ। তবে ঢাকায় ফিরে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগার ব্যাটাররা।
সোমবার (২৩ মে) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। তবে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে সপ্তম ওভরেই একে একে সাজঘরে ফিরেন পাঁচ টাইগার ব্যাটার।
ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে খালি হাতে ফিরেন মাহমুদুল হাসান জয়। ফলে দলীয় শূন্য রানেই উইকেট হারায় বাংলাদেশ। জয় প্যাভিলিয়নে ফিরলেও অফ ফর্মে থাকা নাজমুল হাসান শান্ত রানে ফেরার আভাস দেন। তবে দ্বিতীয় ওভারে আবারও ধাক্কা খায় বাংলাদেশ।
ইনিংসে দ্বিতীয় ওভারে পয়েন্ট অঞ্চলে প্রবীণ জয়াবিক্রমাকে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাঁকানো টাইগার ওপেনার তামিম ইকবাল। ওপেনার জয়ের খালি হাতে ফেরার পর অপর ওপেনার তামিম ইকবালও খালি হাতে ফিরেন।
জয়-তামিম হতাশ করার পর অধিনায়ক মমিনুল হকও একই পথে হাঁটেন। ষষ্ঠ ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ৯ লে ৯ রান করা মমিনুল আউট হলে দলীয় ১৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। পরের ওভারেই ফিরেন নাজমুল হাসান শান্ত। জয়কে সাজঘরে ফেরানো কাসুন রাজিথা সপ্তম ওভারের চতুর্থ বলে তুলে নেন শান্তর উইকেট।
শান্তর উইকেট নিয়েই ক্ষান্ত হননি কাসুন রাজিথা। পরের বলেই এলবিডব্লিউ ফাঁদে ফেলে সাকিব আল হাসানকে ফেরান তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাকিব। ফলে ১ বল খেলা সাকিবও ফিরেন খালি হাতে। ফলে দলীয় ২৪ রানে পঞ্চম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/আরএস