ঢাকা টেস্টে বাংলাদেশ শিবিরে শুরুতেই হতাশার ছাপ। দলের দুই ওপেনার সাজঘরে ফিরেছেন খালি হাতে। ইনিংসের প্রথম ওভারে মাহমুদুল হাসান জয়ের পর দ্বিতীয় ওভারে ফিরেছেন আরেক ওপেনার তামিম ইকবাল।
ইনিংসের দ্বিতীয় বলেই খালি হাতে সাজঘরে ফিরেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের প্রথম ওভারেই বল হাতে দল উইকেট উপহার দেন কাসুন রাজিথা। জয়কে সরাসরি বোল্ড করেন তিনি।
প্রথম ওভার থেকে ৬ রান নেওয়া বাংলাদেশ দ্বিতীয় ওভারে আবারও হতাশ হয়। বল হতে এসেই নিজের প্রথম ওভারে উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করা টাইগার ওপেনার তামিম ইকবালও ফিরে শূন্য হাতে।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দুই ওপেনার মিলে গড়েছিলেন ১৬২ রানের জুটি। তবে ঢাকায় ফিরে সেই সুযোগ মেলেনি টাইগারদের দুই ওপেনারের। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। তরুণ এই ওপেনারের বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত এসে কাসুন রাজিথার ওভার থেকে ৬ রান তুলে নেন।
ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং আসেন আসিথা ফার্নান্দো। তার বলে পয়েন্ট অঞ্চলে প্রবীণ জয়াবিক্রমার হাতে ক্যাচ তুলে দেন তামিম ইকবাল। ফলাফল, শূন্য রানে আউট হয়ে ফেরেন এই অভিজ্ঞ ওপেনার।
তামিম-জয়ের বিদায়ের পর অবশ্য দলের হাল ধরতে পারেননি অধিনায়ক মমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। ফেরেন দুইজনই ফিরে যান দ্রুতই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ রানে ৪ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর