বাংলাদেশের শততম টেস্টে কলম্বোর পি সারা ওভালে প্রথমবারের মতো সাদা জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন। টেস্ট অভিষেকের পাঁচ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কখনোই সাদা পোশাকে নিয়মিত হতে পারেননি এই অলরাউন্ডার। টেস্টে অনিয়মিত এই ক্রিকেটার আবারো দলে ফিরেছেন। দীর্ঘ ৩২ মাস পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি।
২০১৯ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেই টেস্টে আফগানদের কাছে লজ্জাজনক পরাজয়ের ওই ম্যাচে মোসাদ্দেকের ব্যাট থেকে দুই ইনিংসে মিলিয়ে আসে ৬০ রান। এরমধ্যে প্রথম ইনিংসে ৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি।
চট্টগ্রামে ওই টেস্টের পর সাদা পোশাকে তার দেখা মেলেনি। মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসানদের একাদশে নিয়মিত জায়গা মেলায় বেশিরভাগ সময়ই মোসাদ্দেকের জায়গা হয় সাইড বেঞ্চে।
টেস্ট অভিষেকের ইনিংসেই ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলে জানান দিয়েছিলেন, সাদা পোশাকে দলকে ভালো সমর্থন দেওয়ার সামর্থ্য আছে তার। তবুও তার উপর ভরসা করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। বারবার টেস্ট দলে যাওয়া আসার মধ্যেই থাকছেন তিনি।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩ টেস্ট খেলেছেন মোসাদ্দেক হোসেন। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ৪১ গড়ে ১৬০ রান। অভিষেক টেস্টে করা ৭৫ রানই তার ক্যারিয়ার সেরা।
প্রথম শ্রেণির পারফর্মেন্সও তার পক্ষেই কথা বলে। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৪২ ম্যাচে ৫৫ দশমিক ৯৮ গড়ে ৩ হাজার ৪৭ রান করেন। প্রথন শ্রেণির ক্যারিয়ারে তার ব্যাট থেকে এসেছে ১১ শতক এবং ১৩ অর্ধশতক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর