দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ম্যাড়মেড়ে এক ড্র উপহার দিয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
সোমবার (২৩ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদশ। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টের একাদশে থাকা নাঈম হাসান এবং শরিফুল ইসলামকে ছাড়াই ঢাকায় মাঠে নেমেছে বাংলাদশ। তাদের বদলি হিসেবে একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন এবং ইবাদত হোসেন।
২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মোসাদ্দেক হোসেন। প্রায় আড়াই বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি। এছাড়াও চট্টগ্রাম টেস্টের একাদশে না থাকা ইবাদতকে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কা একাদশেও রয়েছে দুই পরিবর্তন। স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার পরিবর্তে একাদশে ঢুকেছেন প্রবীন জয়াবিক্রমা। চট্টগ্রাম টেস্টে কনকাশন সাব হওয়া বিশ্ব ফার্নান্দোর পরিবর্তে একাদশে আছেন কাসুন রাজিথা।
বাংলাদেশ একাদশ
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মো. তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং ইবাদত হোসেন।শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবীন জয়াবিক্রমা, কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর