ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না মুশফিকুর রহিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২১ মে ২০২২
ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না মুশফিকুর রহিম

বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে বাংলাদেশ। তবে দলের সঙ্গে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছেন না দলের অন্যতম ক্রিকেটার মুশফিকুর রহিম।

ক্যারিবীয় সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি চেয়েছেন মুশফিক। সব দিক বিবেচনা করে অভিজ্ঞ এই ব্যাটারের ছুটি মঞ্জুর করেছে বিসিবি।

মুশফিকের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির টিম ডিরেক্টর ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। এ প্রসঙ্গে সুজন বলেন, ‘হ্যাঁ, তাকে (মুশফিক) ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া যাবে না। কারণ সে তখন হজ পালন করবে।’

মুশফিকের ছুটিতে ক্যারিবীয় সফরে খানিকটা সমস্যায় পড়তে হতে পারে বাংলাদেশকে। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে না দলের তিন গুরুত্বপূর্ণ সদস্য তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসানকে। এবার তালিকাটা ভারী করলেন মুশফিক।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এবারের সিরিজ। যদিও এখনো সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ১৬ ও ২৪ জুন অনুষ্ঠিত হতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২, ৩ ও ৭ জুলাই। টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫০ ওভারের ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচ তিনটি মাঠ গড়াতে পারে ১০, ১৩ ও ১৬ জুলাই।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম হাসান

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম হাসান

শ্রীলঙ্কায় সম্ভব ‌না হলে এশিয়া কাপ বাংলাদেশে

শ্রীলঙ্কায় সম্ভব ‌না হলে এশিয়া কাপ বাংলাদেশে

একটি উইকেট পেলে ফলাফল অন্যরকম হতো: মমিনুল হক

একটি উইকেট পেলে ফলাফল অন্যরকম হতো: মমিনুল হক

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মমিনুল

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মমিনুল