একটি উইকেট পেলে ফলাফল অন্যরকম হতো: মমিনুল হক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১৯ মে ২০২২
একটি উইকেট পেলে ফলাফল অন্যরকম হতো: মমিনুল হক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি সেটডিয়ামে পঞ্চম ও শেষ দিনে আর একটি উইকেট নিতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির ফল নিজেদের পক্ষে আসতো বলে বিশ্বাস করেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। তিনি বলেন, ‘আমি মনে করি যদি কোনো উপায়ে আমরা আর একটি উইকেট নিতে পারতাম, তাহলে ফলাফল অন্যরকম হতে পারতো।’

বৃহস্পতিবার (১৯ মে) শেষ দিনে চট্টগ্রাম টেস্ট ড্র হওয়অর পর সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। মমিনুল বলেন, ‘কিন্তু আমরা দল হিসেবে খেলতে পেরেছি। আমরা যদি দল হিসেবে খেলি তাহলে সবসময় ভালো ফল পাই। আমি আশা করি, এটি আমাদের ঢাকা টেস্টে ভালো অবস্থায় রাখবে।’

দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটের পতন হলে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে টেস্ট জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের। ওই সময় মাত্র ৯৩ রানে এগিয়ে ছিল লঙ্কানরা। দিনের প্রথম সেশনে ২ উইকেট শিকার করে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছিলেন তাইজুল ইসলাম।

দুই উইকেটের মধ্যে ছিল দ্রুত রান তুলতে থাকা কুশল মেন্ডিসও। ৪৩ বলে ৪৮ রান করে আউট হন কুশল। অধিনায়ক দিমুথ করুনারত্নে ৫২ ও নিরোশান ডিকভেলার অপরাজিত ৬১ রান করেন। তবে শেষ দিনে শেষ পর্যন্ত টেস্টটি ড্রর স্বাদ পায় বাংলাদেশ

মমিনুল বলেন, ‘সাম্প্রতিক সময়ে পেসারদের নিয়ে প্রত্যাশা বেশি হওয়ায় তাদের আরও ভালো করা উচিত ছিল। প্রথম ইনিংসে যদি লাইন ও লেন্থ দিয়ে ভালো বোলিং করতে পারতো, তবে আমরা ভালো অবস্থানে থাকতে পারতাম।’

শেষ দিনে মাঠে নামার আগেই পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। ফলে একজন বোলার কম নিয়ে খেলতে হয়েছে বাংলাদেশের। মমিনুল বলেন, ‘দ্বিতীয় ইনিংসে শরিফুল ইসলামকে পাইনি আমরা। খালেদ ভালো বোলিং করতে পারলে আমি খুশি হতাম। এ উইকেটে স্পিনার ও পেসারদের জন্য উইকেট পাওয়া কঠিন হলেও তাইজুল-সাকিব ভাই সুযোগ তৈরি করেছেন।’

তিনি আরও বলেন, ‘বিশেষভাবে, সাকিবের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। কারণ প্রথম ইনিংসে যখন শ্রীলঙ্কার ব্যাটাররা মরামুখী খেলার পরিকল্পনায় ছিল, তখন প্রতিপক্ষের রান আটকে দেন সাকিব।’

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে ৪৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এতে ৬৮ রানের লিড পায় টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ১৩৩ রান করেন ওপেনার তামিম ইকবাল। ১০৫ রানের ইনিংস খেলেন মুশফিক। এ ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিক। এছাড়া লিটন দাস ৮৮ ও ওপেনার মাহমুদুল হাসান জয় ৫৮ রান করেন।

টপ-অর্ডারের প্রায় সকলেই বড় ইনিংস খেলেন। কিন্তু ২ রানে আউট হয়ে হতাশ মমিনুল নিজে। টেস্টে টানা পাঁচ ইনিংসে দুই অংকের নিচে আউট হলেন তিনি। শেষ ১৩ ইনিংসে ১০মবারের মতো দুই অংকের কম রান করেন টাইগার দলনেতা।

তবে নিজের এমন ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন মমিনুল। সংবাদ সম্মেলনে বলেন, ‘সত্যি বলতে আমার ব্যাটিং নিয়ে মোটেও চিন্তিত নই। এটি ভালো উইকেট ছিল। পুরো মনোযোগ দিয়ে খেলাটি লক্ষ্য করলে দেখবেন এখানে রান পেতে ব্যাটারদের লড়াই করতে হয়েছে। ক্রিজে থাকার জন্য এটি ভালো উইকেট। আমরা যখন স্কোর বাড়াতে চেষ্টা করি, তখনই আউট হন লিটন। লিটন আরও এক ঘণ্টা মুশফিককে সঙ্গ দিতে পারলে এটি আমাদের ম্যাচ হতো।’

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মমিনুল

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মমিনুল

বাংলাদেশকে চাপে ফেলতে না পারার আক্ষেপ করুণারত্নের

বাংলাদেশকে চাপে ফেলতে না পারার আক্ষেপ করুণারত্নের

ভবিষ্যতেও রিভার্স সুইপ খেলা বন্ধ করবো না: মুশফিক

ভবিষ্যতেও রিভার্স সুইপ খেলা বন্ধ করবো না: মুশফিক

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘ফিরছেন’ এনামুল হক বিজয়

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘ফিরছেন’ এনামুল হক বিজয়