সফররত শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকার মিরপুরে অনুষ্ঠিতব্য এ টেস্টের জন্য ঘোষিত ১৬ সদেস্যর দল থেকে বাদ পড়েছেন টেসার শরিফুল ইসলাম। এছাড়া আগের দল থেকে আর কোনো পরিবর্তন আনা হয়নি।
বৃহস্পতিবার (১৯ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করে। দল ঘোষণার আগেই হাতে আঘাত পাওয়ায় সিরিজ থেকে ছিটকে যান টাইগার পেসার শরিফুল ইসলাম। যদিও তাকে প্রথম টেস্টে সুস্থ হওয়ার শর্ত সাপেক্ষে স্কোয়াডে রাখা হয়েছিল।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত প্রাথমিক দল থেকে ছিটকে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছিল নাঈম হাসানকে। দলের ফিরেই বল হাতে নিজের জাত চিনিয়ে দ্বিতীয় টেস্টেও জায়গা করে নিয়েছেন নাঈম।
এছাড়া সিরিজের প্রথম টেস্ট একাদশে জায়গা না পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন, ইয়ারিস আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম এবং রেজাউর রহমান রাজাকে দ্বিতীয় টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, নাঈম হাসান, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম এবং রেজাউর রহমান রাজা।
স্পোর্টসমেইল২৪/আরএস