ছন্দপতনের পর বাংলাদেশের লিড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৮ মে ২০২২
ছন্দপতনের পর বাংলাদেশের লিড

মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে দুই বলের ব্যবধানে সাজঘরের ফিরেছেন লিটন দাস-তামিম ইকবাল। শ্রীলঙ্কান পেসার কাসুন রাজিথার বলে আউট হয়ে ফেরেন এই দুই ব্যাটার। হঠাৎ ছন্দ পতন হলেও বাংলাদেশের লিড পেতে কোনো সমস্যা হয়নি। শ্রীলঙ্কার ৩৯৭ রান টপকে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৮ মে) ৭৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনেই লিড নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে লিটন-মুশফিকের অতি সাবধানী ব্যাটিংয়ে প্রথম সেশনে লিড নিতে পারেনি বাংলাদেশ। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৮৫ রান।

প্রথম সেশনে অতি সাবধানী ব্যাটিং করা মুশফিক-লিটন জুটি মধ্যাহ্ন বিরতির পর ভাঙেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। উইকেটের পিছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটন।

পরের বলেই ফেরেন আগের দিনে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নেওয়া তামিম ইকবাল। এদিন কোনো রান যোগ না করেই ফেরেন। ফলাফল, ৩ উইকেটে ৩৮৫ থেকে টাইগারদের রান দাঁড়ায় ৫ উইকেটে ৩৮৫।

টানা দুই উইকেট হারানো টাইগারদের হাল ধরেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। তাদের দুইজনের ব্যাটে ভর করে লঙ্কানদের ৩৯৭ রান টপকে যায় বাংলাদেশ। শুরু হয় বাংলাদেশের লিড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪১৯ রান। বাংলাদেশের লিড ২২ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (৯২) এবং সাকিব আল হাসান (২৫)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে পাঁচ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি মুশফিক

টেস্টে পাঁচ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি মুশফিক

লিটনের ১২তম টেস্ট ফিফটি

লিটনের ১২তম টেস্ট ফিফটি

‘ভাগ্যবান ভেন্যু’তেও হতাশ মমিনুল

‘ভাগ্যবান ভেন্যু’তেও হতাশ মমিনুল

টেস্ট ক্যারিয়ারে তামিমের ১০ম সেঞ্চুরি

টেস্ট ক্যারিয়ারে তামিমের ১০ম সেঞ্চুরি