টেস্টে পাঁচ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৮ মে ২০২২
টেস্টে পাঁচ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি মুশফিক

তৃতীয় দিনের শেষদিকেই আশা জাগিয়েছিলেন পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষাটা চতুর্থ দিনে নিয়ে এসেছে মুশফিক। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুশফিকের। এরপর একে একে কেটে গিয়েছে ১৭ বছর। এই সময়ে বাংলাদেশের জার্সিতে চট্টগ্রাম টেস্টের আগ পর্যন্ত ৮০ টেস্টে ৩৬ দশমিক ২৬ গড়ে ৭ সেঞ্চুরিতে করেছেন ৪ হাজার ৯৩২ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগেই জানা ছিল, পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মুশফিকের দরকার ৬৮ রান। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেই লক্ষ্যেই ব্যাট চালিয়েছেন এই ক্রিকেটার। 

সাম্প্রতিক সময়ে রিভার্স সুইপ নিয়ে বেশ সমালোচনার শিকার মুশফিক সমালোচিত এই শট ছাড়াই পার করেছেন অর্ধশতক। এটি তার ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরি। অলরাউন্ডার সাকিব আল হাসানও সমান সংখ্যক ২৬ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক হাফ সেঞ্চুরির মালিক এই দুই ক্রিকেটার।

ক্যারিয়ারের ১৪৯তম ম্যাচে এসে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। তার পিছনে আছেন ওপেনার তামিম ইকবাল। ১৩৩ রানে ইনজুরিজনিত অবসরে থাকা তামিমের পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে দরকার আর ১৯ রান। চলমান ইনিংসেই তামিম পাঁচ হাজার রান ছুলে ১২৬তম ইনিংসেই এই রেকর্ড করবেন তিনি।

বাংলাদেশের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। ৫৯ ম্যাচে ৩৯ দশমিক ৫০ গড়ে করেছেন ৪ হাজার ২৯ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘ফিরছেন’ এনামুল হক বিজয়

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘ফিরছেন’ এনামুল হক বিজয়

আঘাতজনিত ‘অবসরে’ তামিম, ব্যাটিংয়ে লিটন

আঘাতজনিত ‘অবসরে’ তামিম, ব্যাটিংয়ে লিটন

টেস্ট ক্যারিয়ারে তামিমের ১০ম সেঞ্চুরি

টেস্ট ক্যারিয়ারে তামিমের ১০ম সেঞ্চুরি

‘ভাগ্যবান ভেন্যু’তেও হতাশ মমিনুল

‘ভাগ্যবান ভেন্যু’তেও হতাশ মমিনুল