ঘূর্ণিঝড় অশনির প্রভাবে চট্টগ্রাম টেস্টে ছিল বৃষ্টির শঙ্কা। ঝড়ের প্রভাব কাটার পর প্রথম তিন দিনে বৃষ্টির ছিটেফোঁটাও দেখা মেলেনি চট্টলাতে। আগে থেকে থাকা বৃষ্টির সেই শঙ্কা সত্যি হয়েছে চতুর্থ দিনে। বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হবে আধা ঘণ্টা দেরিতে।
বুধবার (১৮ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল ১০ টায় শুরু হওয়ার কথা ছিল চতুর্থ দিনের খেলা। কিন্তু সকাল থেকেই হওয়া বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হবে কি-না তা নিয়ে ছিল শঙ্কা।
শেষ পর্যন্ত সেই শঙ্কায় সত্যি হয়েছে। নির্ধারিত সময়ের আধাঘণ্টা পর শুরু হবে চতুর্থ দিনের খেলা।
তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩১৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অপরাজিত আছেন দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস। এক প্রান্তে মুশফিক ৫৩, অপরপ্রান্তে লিটন ৫৪ রানে অপরাজিত আছেন।
আরও পড়ুন- তামিমের সেঞ্চুরি, মুশফিক-লিটনের ব্যাটে তৃতীয় দিন বাংলাদেশের
এর আগে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে দুইবার ক্রাম্পের শিকার হয়ে পায়ের পেশিতে টান পান তামিম ইকবাল। এই কারণে তৃতীয় সেশনে আর মাঠে নামেননি তিনি। ২১৭ বলে ১৩৩ রান করে অপরাজিত আছেন তিনি। চতুর্থ দিনে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।
প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১৯৯ রান করেছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়াও বাংলাদেশের হয়ে ৬ উইকেট শিকার করেছেন ১৫ মাস পর জাতীয় দলে ফেরা স্পিনার নাঈম হাসান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর