চা বিরতির পর ক্রাম্পের কারণে আর মাঠে নামেননি সেঞ্চুরি তুলে নেওয়া তামিম ইকবাল। তার বদলি হিসেবে মুশফিকের সঙ্গী হিসেবে নামেন লিটন দাস। চা বিরতির পর এই দুই ব্যাটারের ভর করেই এগিয়ে চলছে বাংলাদেশের ইনিংস। লঙ্কানদের ব্যাটারদের দেখেশুনে খেলছেন এই দুই ব্যাটার।
মঙ্গলবার (১৭ মে) প্রথম সেশনের পর থেকেই তামিম ইকবালকে মাঠে বেশ অস্বস্তিতে ভুগতে দেখা যাচ্ছিলো। দ্বিতীয় সেশনে সেঞ্চুরির পর রমেশ মেন্ডিসকে স্কয়ার কাট শট খেলতে গিয়ে হাতেও ব্যাথা পান। পরে আরও একবার তাকে হাতে ব্যাথায় ভুগতে দেখা যায়। শুধু তাই নয়, চট্টগ্রামের অতিরিক্ত গরমের কারণে ক্রাম্পও করেন তিনি।
সব মিলিয়ে ব্যাট হাতে দারুন খেলতে থাকা তামিম চা বিরতির পর আর মাঠে নামেননি। তার বদলি হিসেবে মাঠে আসেন লিটন দাস। আর দ্বিতীয় সেশনে তৃতীয় উইকেট পতনের পর উইকেটে এসেছিলেন মুশফিকুর রহিম। দুই জন মিলে বাংলাদেশকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয় লিটন এবং মুশফিক জুটি বেশ কয়েকবারই ভাঙার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু লঙ্কান ফিল্ডারদের ব্যর্থতায় এখনও ওই জুটি ভাঙতে পারেননি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৯৪ ওভারে তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৮১ রান। মুশফিক ৯৮ বলে ৩৮ এবং লিটন ৭১ বলে ৩৬ রান করে অপরাজিত আছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর