ভালোর আভাস দিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৬ মে ২০২২
ভালোর আভাস দিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ভুগিয়েছিলেন শ্রীলঙ্কার দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দীনেশ চান্দিমাল। মধ্যাহ্ন বিরতির আগে-পরে মিলিয়ে চার উইকেট নিয়ে লঙ্কানদের রানের লাগাম টেনে ধরার চেষ্টায় ছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ম্যাথিউস-বিশ্ব ফার্নান্দো প্রতিরোধ গড়লেও তৃতীয় সেশনে ৩৯৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনারের দারুণ শুরুতে স্বস্তিতে আছে টাইগার শিবির।

সোমবার (১৬ মে) তৃতীয় সেশনের শুরুতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ১৯৯ রানে আউট হয়ে দ্বিশতকের জন্য এক রানের আক্ষেপ সঙ্গী হয়েছে লঙ্কান অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের।

অ্যাঞ্জেলো ম্যাথিউস আক্ষেপে পুড়লেও দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নিজেকে আবারও নতুন করে চিনিয়েছেন স্পিনার নাঈম হাসান। এক বছরের বেশি সময় পর দলে সুযোগ পেয়ে ১০৫ রানে ৬ উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন এই অফ স্পিনার।

নাঈম হাসানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৯৭ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। ব্যাটিংয়ে নেমে শুরু থেকে সাবধানী ছিল বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়ের ব্যাট।

দেখেশুনে খেলেই দলের রান বাড়ানোর দিকে নজর দিয়েছিলেন এই দুই ব্যাটার। দুইজনের অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটিতে দিন শেষ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বোলাররা ১৯ ওভার বল করেও দেখা পায়নি কোনো সাফল্যের।

দ্বিতীয় দিনশেষে তামিম ৫২ বলে ৩৫ এবং মাহমুদুল হাসান ৬৬ বলে ৩১ রান করে অপরাজিত আছেন। তৃতীয় দিনের শুরুতে দলের রান আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টায় মাঠে নামবেন এ দুই ওপেনার।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৩ ওভারে ৩৯৭ (ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬; শরিফুল ২০-৩-৫৫-০, খালেদ ১৬-১-৬৬-০, নাঈম ৩০-৪-১০৫-৬, তাইজুল ৪৮-১২-১০৭-১, সাকিব ৩৯-১২-৬০-৩)।

বাংলাদেশ ১ম ইনিংস: ১৯ ওভারে ৭৬/০ (দ্বিতীয় দিন শেষে) (জয় ৩১*, তামিম ৩৫*; বিশ্ব ৪-০-১৭-০, আসিথা ৪-১-১৫-০, রমেশ ৭-১-১৯-০, এম্বুলদেনিয়া ৪-০-১৯-০)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে নাঈমের ক্যারিয়ার সেরা বোলিং

শ্রীলঙ্কার বিপক্ষে নাঈমের ক্যারিয়ার সেরা বোলিং

ম্যাথিউসের এক রানের আক্ষেপ, ৩৯৭ রানে থামলো শ্রীলঙ্কা

ম্যাথিউসের এক রানের আক্ষেপ, ৩৯৭ রানে থামলো শ্রীলঙ্কা

অনুশীলন ছাড়াই সাকিব পারবেন, ‘শতভাগ’ বিশ্বাসী ছিলেন হেরাথ

অনুশীলন ছাড়াই সাকিব পারবেন, ‘শতভাগ’ বিশ্বাসী ছিলেন হেরাথ

নিষ্প্রাণ উইকেট, বড় রান করাটা জরুরি ছিল: ম্যাথিউস

নিষ্প্রাণ উইকেট, বড় রান করাটা জরুরি ছিল: ম্যাথিউস