নাঈম হাসানের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে ১৯৯ রানে প্যাভিলিয়েনের পথ ধরেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। পুরো ইনিংসে দারুণ ব্যাটিং করা ম্যাথিউসের ফেরাটা ছিল আক্ষেপে ভরপুর, মাত্র একটি রান। ম্যাথিউসের আক্ষেপ আর প্যাভিলিয়নে পথে ফেরায় শ্রীলঙ্কাকেও থাকলো হলো ৩৯৭ রানে। বাংলাদেশের পক্ষে এক ইনিংসে ৬ উইকেট নিয়েছেন নাঈম। যা তার ক্যারিয়ার সেরা বোলিং।
চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে রোববার (১৫ মে) ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দিন শেষ ছিলেন ১১৪ রানে অপরাজিত। সোমবার (১৬ মে) দ্বিতীয় দিনের শুরু থেকেই দারুণ ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান ম্যাথিউস। পাশাপাশি নিজের দ্বিতীয় অর্ধশতকের স্বপ্নেও এগিয়ে যান লঙ্কানদের এ অভিজ্ঞ ব্যাটার।
ইনিংসের ১৫৩ ওভারের শেষ বলে নাঈম হাসানের বলে স্কয়ার লেগ অঞ্চলে ক্যাচ তুলে দেন ব্যক্তিগত ১৯৯ রানে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে সেই ক্যাচ তালুবন্দি করতে ভুল করেননি সাকিব আল হাসান। সাথে সাথেই মাত্র এক রানের আক্ষেপে পরেন ম্যাথিউস। শেষ ব্যাটার হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৯৯ রানে থেমে যাওয়াও শ্রীলঙ্কাও গুটিয়ে যায় ৩৯৭ রানে।
এর আগে ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে প্রথম সেশনের শেষ দিকে দুই উইকেট হারায় লঙ্কানরা। প্যাভিলিয়নে ফেরেন দুই অভিজ্ঞ দীনেশ চান্দিমাল এবং নিরোশান ডিকওয়েলা। দুটি উইকেটই নেন নাঈম হাসান।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতেও প্যাভিলিয়নের পথ ধরেন আরও দুই ব্যাটার। সাকিবের জোড়া আঘাতে ৮ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে ব্যাট হাতে দলের হাল ধরেন বিশ্ব ফার্নান্দো। দু’জনে গড়েন ৪৭ রানের জুটি। ফলে ৮ উইকেটে ৩৭৫ রান নিয়ে চা বিরতিতে যায় শ্রীলঙ্কা।
বিরতি থেকে ফিরে আর ব্যাটিংয়ে আসেননি বিশ্ব ফার্নান্দো। দ্বিতীয় সেশনে শেষ হওয়ার দুই বল আগে মাথায় আঘাত পাওয়ায় বিশ্রামে যান তিনি। বদলি হিসেবে ব্যাট হাতে মাঠে নামেন আসিথা ফার্নান্দো। তবে ম্যাথিউসকে যোগ্য সঙ্গ দিতে পারেননি এ ক্রিকেটার।
দলীয় ৩৯০ রানে সাজঘরে ফেরেন আসিথা ফার্নান্দো। পরে আবারও মাঠে ফিরে আসেন বিশ্ব ফার্নান্দো। তবে আর বেশিদূর যেতে পারেনি শ্রীলঙ্কা। নাঈম হাসানের বলে আক্ষেপ নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস সাজঘরে ফেরার আগে দলীয় সংগ্রহে যোগ হয় ৭ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামে ৩৯৭ রানে।
লঙ্কানদের হয়ে ১৯৯ রান করেন ম্যাথিউস আর দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান আসে দীনেশ চান্দিমালের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৬ উইকেট শিকার করেন স্পিনার নাঈম হাসান। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করলেন তিনি এবং নাঈমের এটি ক্যারিয়ার সেরা বোলিং ফিগারও।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস