দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই পর পর দুই বলে প্রতিপক্ষের দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন সাকিব আল হাসান। মনে হচ্ছিলো, এই সেশনেই শেষ হবে লঙ্কানদের ব্যাটিং। কিন্তু, সাকিবের ওই জোড়া আঘাতের পর বাংলাদেশের বোলারদের আর কোনো সাফল্য নেই। পুরো সেশনে লঙ্কানদের আধিপত্য।
সোমবার (১৬ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম সেশনের শেষদিকে দুই উইকেট নিয়ে লঙ্কানদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন নাঈম হাসান। দ্বিতীয় সেশনের শুরুতে জোড়া আঘাত সাকিব আল হাসানের। হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করা শ্রীলঙ্কার ব্যাটিংয়ের হাল ধরেছেন সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং বিশ্ব ফার্নান্দো। দুইজনই বাংলাদেশের বোলারদের বেশ দেখেশুনে খেলা শুরু করেছেন। এতেই ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা।
প্রথম দিনে সেঞ্চুরি তুলে নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস এগিয়ে যাচ্ছেন ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতকের দিকে। আর জমাট ব্যাটিংয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন বিশ্ব ফার্নান্দো।
দ্বিতীয় সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ৩৭৫ রান। ৩৫৩ বলে ১৭৮ রান করে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার সঙ্গী বিশ্ব ফার্নান্দো ৭৭ বলে করেছেন ১৭ রান। দুইজন মিলে ১৪১ বলে গড়ে তুলেছেন ৪৭ রানের জুটি।
এই জুটি ভাঙার সুযোগ ছিল বাংলাদেশেরস সামনে। চা বিরতিতে যাওয়ার আগের ওভারে সাকিবের বলে উড়িয়ে মারেন বিশ্ব ফার্নান্দো। কিন্তু মিড অনে সহজ ক্যাচ মিস করেন অভিজ্ঞ সাকিব আল হাসান। এতেই দ্বিতীয় সেশনে তৃতীয় সাফল্য পেতে পেতেও পাওয়া হয়ে উঠে নাই।
দ্বিতীয় সেশনে দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪৮ রান। এর মধ্যে ফার্নান্দো-ম্যাথিউস জুটিই করেছেন ৪৭ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর