দীর্ঘদিন ধরেই রানের দেখা পাচ্ছিলেন শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২০২১ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর যেন রান করাই ভুলে গিয়েছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। এবার বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নিয়ে রানের ফেরার আভাস দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
রোববার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক দিমুথ করুনারত্নে প্যাভিলিয়নের পথ ধরেন। দলের হাল ধরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। পাশাপাশি তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে নিজের সপ্তম টেস্ট খেলতে মাঠে নেমেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আগের ছয় ম্যাচে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা না পেলেও সপ্তমবারের চেষ্টায় সেই ভুল করেননি ম্যাথিউস। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।
১১তম শতকের পর ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নিতে ম্যাথিউসের অপেক্ষাটা ছিল ছয় ম্যাচের। সেঞ্চুরিখরার এই সময়টাতে ব্যাট হাতেও তার বলার মতো কোনো ইনিংসও ছিল। ছয় ম্যাচে ১১ ইনিংসে ব্যাট করার সুযোগ মিললেও করতে করেছিলেন মাত্র একটি হাফ সেঞ্চুরি। ২০২১ সালের নভেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে গলে প্রথম টেস্টে ৬৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
রোববার বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম থেকে দেখেশুনে খেলা শুরু করেন ম্যাথিউস। ১১১তম বলে এসে প্রথম অর্ধশতকের দেখা পান তিনি। হাফ সেঞ্চুরির পর অবশ্য ওয়ানডে স্টাইলে ব্যাট চালাতে শুরু করেন এই অভিজ্ঞ ব্যাটার।
ফলস্বরুপ, পরের ৫০ রান করতে খেলেন মাত্র ৭২ বল। হাফ সেঞ্চুরি থেকে শতকের পথে আগাতে ঝুঁকি নিয়ে বেশ কিছু শট খেলেছিলেন ম্যাথিউস। এই অভিজ্ঞ ক্রিকেটারের নেওয়া ঝুঁকি লঙ্কানদের জন্য বিপদ নয়, বরং সুবিধাই করে দিয়েছিল। ম্যাথিউসের ওয়ানডে স্টাইলের ব্যাটিং বাড়িয়ে দিয়েছিল লঙ্কানদের রানের গতি।
প্রথম দিন শেষে ২১৩ বলে ১১৪ রান করে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। পুরো ইনিংসে ১৫ বার বলকে সীমানা পার করিয়েছিলেন এই ব্যাটার। এর মধ্যে একটি ছক্কাও ছিল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর