শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই বল হাতে জ্বলে উঠলেন নাঈম হাসান। নাঈমের হাত ধরেই প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশ তুলে নিয়েছে দুই উইকেট। ৭৩ রানে ২ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দুই ওপেনারকেই ফিরিয়েছেন নাঈম হাসান।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারাত্নে এবং ওশাদা ফার্নান্দো।শুর চট্টগ্রামের মাটিতে তারা এতটাই সাবধানী অবলম্বন করেন যে, দু’জনের ব্যাট থেকে প্রথম বাউন্ডারি আসে ১৪তম ওভারে প্রথম বলে।
এর আগে ইনিংসে নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন নাঈম হাসান। অষ্টম ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কার অধিনায়ক অধিনায়ক দিমুথ করুনারাত্নে সাজঘরে ফেরান তিনি। এলবিডব্লিউ আবেদনে আম্পায়ারের দেওয়া আউট রিভিড নিয়েও বাঁচতে পারেননি করুনারত্মে। ফলে দলীয় ২৩ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের দ্বিতীয় শিকারও আসে নাঈম হাসানের হাত ধরে। ইনিংসের ২২তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরান লঙ্কানদের আরেক ওপেনার শাদা ফার্নান্দোকে। ফার্নান্দোর ব্যাট স্পর্শ নাঈমের করা বলটি দারুণভাবে রিসিভ করেন উইকেটরক্ষক লিটন কুমার দাস।
ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৭৬ বলে ৩টি চার ও এক ছক্কায় ৩৬ রান করেন শাদা ফার্নান্দো। নাঈমের দ্বিতীয় শিকারে ২২তম ওভারে (২১.২) শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৬৬ রান।
২২তম ওভারে শরিফুল ইসলামের বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে প্রথম সেশনেই দুটি রিভিউ হারিয়ে ফেললেন মমিনুল হক।
বাংলাদেশ রিভিড নষ্ট হলেও এরপর কোনো প্রকার বিপদ ছাড়াই প্রথম সেশন শেষ করে শ্রীলঙ্কা। দিনের প্রথম সেশন (২৪ ওভার) শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেট ৭৩ রান।
বাংলাদেশের পক্ষে নাঈম হাসান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ এবং তাইজুল ইসলামকে দিয়ে বল করিয়েছেন অধিনায়ক মমিনুল হক। ম্যাচের আগে সাকিব আল হাসানকে শতভাগ ফিট দাবি এবং একাদশে রাখা হলেও প্রথম সেশনে কোনো বল করেননি তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস