শ্রীলঙ্কা সিরিজে নতুন মাইলফলকের সামনে মুশফিক-তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৪ মে ২০২২
শ্রীলঙ্কা সিরিজে নতুন মাইলফলকের সামনে মুশফিক-তামিম

টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রান ক্লাবের সদস্য তালিকায় নাম লেখানোর অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। টেস্টে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে মুশফিক ৬৮ এবং তামিমের ১৫২ রান প্রয়োজন। তালিকার দ্বারপ্রান্তে থাকলেও দক্ষিণ আফ্রিকায় এই ক্লাবের সদস্য হতে পারেননি দুই টাইগার ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ। রোববার (১৫ মে) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্টেই বাংলাদেশের পক্ষে ৫ হাজার রান করার সুযোগ থাকছে মুশফিক-তামিমের।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিুক রহিমের। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে এখন পর্যন্ত ৮০ টেস্টের ১৪৮ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে ৪,৯৩২ রান করেছেন ডান-হাতি ব্যাটার মুশফিক। যেখানে ব্যাটিং গড় ৩৬.২৬ এবং দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকও মুশফিক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজের নিজের নামের সুবিচার করতে পারেননি মুশফিকুর রহিম। প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়লেও দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুশফিক। ব্যাট হাহে চার ইনিংসে ১টি অর্ধশতকে করেছেন মাত্র ৫৯ রান।

মুশফিকের ‘আত্মঘাতী’ রিভার্স সুইপ, সুজন বললেন ‘অপ্রত্যাশিত’

এছাড়া, এখন পর্যন্ত ৬৫ টেস্টের ১২৫ ইনিংসে ৩৯ দশমিক ৪১ ব্যাটিং গড়ে ৯টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪৮৪৮ রান করেছেন ওপেনার তামিম ইকবাল। ফলে মুশফিকের পরই বাংলাদেশের পক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিমের। ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল এ বাঁ-হাতি ব্যাটারের।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ১টি টেস্ট খেলেছেন তামিম। দুই ইনিংসে ৪৭ ও ১৩ রান করেন তিনি। মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৫৯ টেস্টের ১০৯ ইনিংসে ৪০২৯ রান করেছেন দেশসেরা এ অলরাউন্ডার।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

রানে ফিরবেন মুশফিক-মমিনুল, আস্থা রাখছেন সিডন্স

রানে ফিরবেন মুশফিক-মমিনুল, আস্থা রাখছেন সিডন্স

লিস্ট ‘এ’-তে দশ হাজারী ক্লাবে প্রথম বাংলাদেশি তামিম

লিস্ট ‘এ’-তে দশ হাজারী ক্লাবে প্রথম বাংলাদেশি তামিম

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো

মুশফিক দেশে দ্বিতীয়, বিশ্বের ১১তম

মুশফিক দেশে দ্বিতীয়, বিশ্বের ১১তম