‘৫-১০ বছরের মধ্যে টেস্টের অস্তিত্ব থাকবে না’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৯ মে ২০২২
‘৫-১০ বছরের মধ্যে টেস্টের অস্তিত্ব থাকবে না’

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেকেও ছাড়িয়ে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছে টি-টোয়েন্টি। টাকার ঝলকানি থাকা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ফ্র্যাঞ্চাইজি লিগ আরও রব কারণ। ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের ধাপটে আগামী ৫-১০ বছরের মধ্যে টেস্টের কোনো অস্তিত্ব থাকবে না বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন।

ইংলিশ এ ক্রিকেটারের মতে, বিভিন্ন দেশে টেস্ট ক্রিকেটের উন্মাদনা দিন দিন কমছে। ফলে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইটারের এমন মন্তব্য করেছেন পিটারসেন।

টি-টোয়েন্টির ডামাডোলে টেস্ট ক্রিকেটের আগ্রহ হারাতে চলেছে এ যুগের ক্রিকেটাররা। ক্রিকেটের লংগার ভার্সনের চেয়ে আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতিই বেশি আগ্রহী বর্তমান ক্রিকেটাররা। ফলে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সাবেক ক্রিকেটাররা খুবই চিন্তিত।

টেস্ট ক্রিকেট যে গতিতে এগোচ্ছে তাতে আগামী প্রজন্মের এ ফরম্যাটের প্রতি কোনো ভালোবাসাই থাকবে না বলে মনে করেন পিটারসেন।তিনি লিখেন, ‘হয়তো এই কথোপকথনের কোনো মানে নেই। আমার এ কথাটা বলতেও মন চাইছে না। তবে আগামী পাঁচ-দশ বছর পর হয়তো টেস্ট ক্রিকেট খেলা আর দেখা যাবে না।’
sportsmail24
দুঃখ প্রকাশ করে পিটারসন আরও বলেন, ‘পরবর্তী প্রজন্মের কোনো আগ্রহই (টেস্ট ক্রিকেট খেলার প্রতি) থাকবে না। আমি জানি এ টুইটটা খুবই বাজে একটি টুইট।’

পিটারসনের টুইটের অনেক ক্রিকেটেপ্রেমিই কমেন্ট করেছেন। এক ক্রিকেটপ্রেমির কমেন্টের পরিপ্রেক্ষিতে পিটারসেন আরও লিখেন, ‘আমার আশা, টেস্ট ক্রিকেট বেঁচে থাকুক। আমরা টেস্ট ক্রিকেটকে ভালোবাসি, কিন্তু পরবর্তী প্রজন্ম ভালোবাসে না।’

ক্রিকেটের লংগার ভার্সনে ক্যারিয়ারে ১০৪ ম্যাচে ব্যাট হাতে ৮ হাজার ১৮১ রান করেছেন কেভিন পিটারসেন। যেখানে টেস্ট ক্রিকেটে সর্বশেষ ব্যাট হাতে মাঠে নেমেছিলেন ২০১৪ সালের জানুয়ারিতে। এছাড়া ৫৮ ইনিংসে বলও করেছেন তিনি। যেখানে উইকেট শিকারের সংখ্যা ১০টি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

পিটারসেনের টেস্ট খেলুড়ে দেশের তালিকায় নেই বাংলাদেশ

পিটারসেনের টেস্ট খেলুড়ে দেশের তালিকায় নেই বাংলাদেশ

টেস্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ক্রিস গেইল

টেস্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ক্রিস গেইল

ক্যারিয়ার দীর্ঘায়িত করতে ফরম্যাট বাছাই করা দরকার: মোস্তাফিজ

ক্যারিয়ার দীর্ঘায়িত করতে ফরম্যাট বাছাই করা দরকার: মোস্তাফিজ

গোলাপি বলের টেস্টে ‘রেকর্ডবুকে’ শ্রেয়াস আইয়ার

গোলাপি বলের টেস্টে ‘রেকর্ডবুকে’ শ্রেয়াস আইয়ার