দীর্ঘদিন ধরেই কনুইয়ের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। খেলতে পারেননি ভারত এবং বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন উইলিয়ামসন। এবার তাকে দলে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাকে দলে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
চলতি বছরের জুনে ইংলিশদের বিপক্ষে তাদের ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে এনজেডসি।
এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাইকেল ব্রেসওয়েল। এছাড়াও টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার ক্যামেরন ফ্লেচার এবং দুই পেসার ব্লেয়ার টিকনার এবং জ্যাকব ডফিও ডাক পেয়েছেন।
চলতি বছরের ২ জুন লর্ডসে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে ২০ সদস্যের স্কোয়াডকে ১৫ জনে নামিয়ে আনা হবে বলে জানানো হয়েছে।
দলে ফিরেছেন স্পিনার এজাজ প্যাটেল এবং হামিশ রাদারফোর্ড। ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার পরেই দল থেকে বাদ পড়েন এজাজ প্যাটেল। এছাড়াও হামিশ রাদারফোর্ড দলে ফিরেছেন প্রায় ছয় বছর পর।
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড দল। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে যারা আইপিএলে ব্যস্ত আছে তাদেরকে ছাড়াই ওই প্রস্তুতি ম্যাচে নামবে কিউইরা।
আইপিএলের কারণে কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ডেভন কনওয়ে এবং ড্যারিল মিচেলদের দলে যোগ দিতে বিলম্ব হবে বলেও জানিয়েছে এনজেডসি।
নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ক্যামেরন ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নিল ওয়্যাগনার, উইল ইয়াং।
স্পোর্টসমেইল২৪/পিপিআর