শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইনজুরির কারণে বাংলাদেশ স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ এবং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এছাড়াও শঙ্কায় ছিলেন শরিফুল ইসলাম। তবে ইনজুরির শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষা শরিফুল। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে আছেন শরিফুল ইসলাম। জানানো হয়েছিল, ফিট থাকা সাপেক্ষে তাকে খেলানো হবে। জানানো হয়েছিল, চোট থেকে সেরে উঠলে তবেই মাঠে নামতে পারবেন তিনি। শেষ পর্যন্ত সেই চোট থেকে সেরে উঠেছেন এই বাঁহাতি পেসার। এখন অপেক্ষা কেবল ফিটনেস পরীক্ষায় পাস করার।
শরিফুলের চোটের বিষয়টি নিশ্চিত করতে তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল বিসিবি। তখন ধারণা করা হচ্ছিলো হয়তো অস্ত্রোপচার লাগতে পারে। তবে শেষ পর্যন্ত আর তা লাগছে না, সুস্থ হয়ে উঠেছেন এই পেসার।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, “এ মুহূর্তে তার কোনো অস্ত্রোপচার লাগছে না। যার ফলে সে প্রথম টেস্ট থেকেই আমাদের সঙ্গেই থাকবে। এখন আমরা তাসকিন আহমেদকে পাচ্ছি না, এই কথা মাথায় রাখতে শরিফুলের এই খবরটা আমাদের মনোবল বাড়াবে।”
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৩ টেস্ট খেলেছেন শরিফুল। এই সময়ে তার শিকার ৬ উইকেট। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে সফরের মাঝপথেই দেশে ফিরে আসতে হয়। এবার শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরবেন তিনি।
এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া কাঁধের চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। এছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হাতের ইনজুরিতে পড়েন মেহেদি হাসান মিরাজ। তাই এই দুই ক্রিকেটারকে ছাড়াই শ্রীলঙ্কা সিরিজে মাঠে নামতে হবে বাংলাদেশকে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর