শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১৬ সদস্যের দল আরও একজনকে যুক্ত করা হয়েছে। নতুন করে ১৭ সদস্যের দলে যুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে রান সংগ্রহে তৃতীয় স্থানে ছিলেন তিনি।
শুক্রবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্টে মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকতকে যুক্ত করা হয়েছে।
২৬ বছর বয়সী ডানহাতি এ টাইগার ব্যাটার সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশের হয়ে টেস্ট খেলেছিলেন। সফররত আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ব্যাট হাতে দুই ইনিংসে যথাক্রমে ৪৮* এবং ১২ রান করেছিলেন।
বাজে ফর্মের জন্য টেস্টে জায়গা হারালেও সদ্য শেষ হওয়া ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন তিনি। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন এ অলরাউন্ডার। ব্যাট হাতে পুরো টুর্নামেন্টের তৃতীয় রান সংগ্রাহক হয়েছেন তিনি। আবাহনীর হয়ে ১৫ ম্যাচে করেছেন ৬৫৮ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে দেওয়া স্কোয়াডে এটি নিয়ে দ্বিতীয়বার বদল আনলো বিসিবি। ইনজুরির কারণে প্রথম ঘোষিত স্কোয়াড থেকে ছিটকে গেছেন মেহেদী হানার মিরাজ। তার পরিবর্তে ১৬ সদস্যের স্কোয়াডে অফ-স্পিনার নাঈম হাসানকে স্কোয়াডে যুক্ত করা হয়।
লঙ্কারদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৫ মে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। এর আগে ৮ মে বাংলাদেশে পা রেখে সাভারের বিকেএসপিতে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড (১৭ সদস্য)
মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে), মোসাদ্দেক হোসেন সৈকত।
স্পোর্টসমেইল২৪/আরএস