আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের প্রথম দিন পন্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১২ মে ২০১৮
আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের প্রথম দিন পন্ড

বিশ্বের ১১তম দেশ হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচের প্রথম দিন মাঠেই নামতে পারলো না আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে আয়ারল্যান্ড-পাকিস্তানের একমাত্র টেস্টের প্রথম দিনটি পরিত্যক্ত হয়েছে।

ডাবলিনে শুরু হবার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের অভিষেক টেস্টটি। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় খেলার শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেননি দু’দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত আয়াল্যান্ডের ঐতিহাসিক টেস্টের প্রথম দিনটি পরিত্যক্ত করে দেন ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের নিগেল লং (Nigel Llong) ও রিচার্ড ইলিংওয়ার্থ।

গত বছর টেস্ট খেলার মর্যাদা পায় আয়ারল্যান্ড ও আফগানিস্তান। আয়ারল্যান্ড নিজেদের দেশে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পেলেও আফগানদের অভিষেক টেস্ট খেলতে হবে ভারতের মাটিতে। আগামী ১৪ জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট খেলতে নামবে আফগানিস্তান।

২০০০ সালের নভেম্বরে প্রথম টেস্ট খেলতে নামে বাংলাদেশ। এরপর গত ১৮ বছরে আর কোন নতুন দেশ টেস্ট মর্যাদা পায়নি। তাই বাংলাদেশের পর আয়ারল্যান্ড ১১তম দেশ হিসেবে টেস্ট খেলার সুযোগ পেল।



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে বিসিবি হতাশ

অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে বিসিবি হতাশ

বোর্ডকে জিম্বাবুয়ে ক্রিকেটারদের হুমকি

বোর্ডকে জিম্বাবুয়ে ক্রিকেটারদের হুমকি

বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রস্তাবিত সিরিজ বাতিল

বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রস্তাবিত সিরিজ বাতিল

আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক হবেন স্মিথ

আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক হবেন স্মিথ