আঙুলের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী ৩০ মে তিনদিনের অনুশীলন ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা তাদের সফর শুরু করবে। ৬ জুন থেকে ত্রিনিদাদে শুরু হবে প্রথম টেস্ট। এদিকে অ্যাঞ্জেলো ম্যাথুস ও সুরাঙ্গা লাকমালের খেলার নিয়েও শঙ্কা রয়েছে। বোর্ড জানিয়েছে, তাদের ফিটনেসের ওপর নির্ভর করে দলভূক্তি নিশ্চিত করা হবে।
চলতি মাসের শুরুতে সীমিত ওভারের ঘরোয়া টুর্নামেন্টের প্রস্তুতির সময় নেটে ব্যাটিং করতে গিয়ে ৩০ বছর বয়সী করুনারত্নের আঙুলে আঘাত লাগে।পরবর্তীতে স্ক্যান রিপোর্টে তার আঙুলে চিড় ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হয়। বাঁ-হাতি এ ব্যাটসম্যান এ পর্যন্ত ৪৯টি টেস্টে ৩১৮৬ রান করেছেন।
শ্রীলঙ্কা দলের স্কোয়াড
দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), মাহেলা উদাওয়াত্তে, কুশাল মেন্ডিস, কুশাল জানিথ পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, রোশেন সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকবেলা, রঙ্গানা হেরাথ, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়, জেফরি ভানডারসে, লাহিরু গামাগে, কুশাল রাজিথা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো।