ক্যারিয়ারের শুরুতে তিন দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলতেন পেসার মোস্তাফিজুর রহমান। তবে ২০২১ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফরম্যাট অনুযায়ী চুক্তি চালু করার পর সাদা পোশাকের চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। ইদানিং শোনা যাচ্ছে, আবারও তাকে টেস্টে ফেরাতে ইচ্ছুক বিসিবি। তবে মোস্তাফিজ জানিয়েছেন, ক্যারিয়ার দীর্ঘায়িত করতে ফরম্যাট বাছাই করে খেলা দরকার।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করেছেন মোস্তাফিজ। সেখান থেকেই সংবাদ মাধ্যমে দেওয়া এব সাক্ষাৎকারে মোস্তাফিজ জানান, লাল বলের ক্রিকেটে তার ফিরে আসার সম্ভাবনা কম। তিনি মনে করেন, ক্যারিয়ার দীর্ঘায়িত করতে ফরম্যাট বেছে বেছে খেলা দরকার।
দলের সাম্প্রতিক সময়ের পারফর্ম্যান্সের পর তাকে লাল বল ফেরাতে চায় বোর্ড। মোস্তাফিজুর জানিয়েছেন, বোর্ড তার সাথে বসলে লাল বলের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন। তিনি বলেন, ‘যদি তারা (বিসিবি) জানতে চায়, টেস্ট ক্রিকেট খেলার বিষয়ে আমার অবস্থান পরিষ্কার করবো।’
ব্যক্তিগত সিদ্ধান্ত ও পছন্দের ব্যাপারটা টেনে এনে মোস্তাফিজ আরও বলেন, ‘সিনিয়ররা বিসিবি সভাপতির সাথে কথা বলেছেন (ফরম্যাট বেছে খেলা নিয়ে) । আমিও বোর্ড সভাপতির সাথে কথা বলবো। তিনি সব ভালো জানেন। বিসিবি আমাকে কখনই টেস্ট খেলতে জোর করেনি। আমিই লাল বলের চুক্তিতে নেই।’
দেশকে আরও অনেকদিন সার্ভিস দিতে চান মোস্তাফিজ। এজন্য তাকে সুস্থ থাকা দরকার জানিয়ে তিনি বলেন, ‘আমার জন্য সুস্থ থাকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলকে দীর্ঘ সময়ের জন্য সেবা চাইলে ফিট থাকাটা গুরুত্বপূর্ণ। ফিট থাকার জন্য তিনটি ফরম্যাটের মধ্যে বাছাই করাই সবচেয়ে ভালো উপায় বলে মনে করি।’
টেস্টের তুলনায় ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে মোস্তাফিজের সাফল্য ভালো। তাই এই দুই ফরম্যাটের দিকেই মযোযোগ দিতে চান জানিয়ে ফিজ বলেন, ‘আমি সাফল্য বিবেচনা করে ফরম্যাট বেছে নিয়েছি। রেকর্ড অনুযায়ী টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে আমার সাফল্য বেশি। এ কারণেই আমি এই দুটি ফরম্যাটে ফোকাস করছি। বিশ্বে অনেক ক্রিকেটার তাদের ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য ফরম্যাট বেছে নিচ্ছেন।’
বর্তমানে একই বোলিং ইউনিট নিয়ে তিন ফরম্যাটেই মাঠে নামছে বাংলাদেশ। মোস্তাফিজের মতে, চাপ সামলানোর জন্য সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা আলাদা পেস ইউনিট গঠন করা উচিত।
কাটার মাস্টার বলেন, ‘আমার অন্তর্ভুক্তি পেস ইউনিটের শক্তি বৃদ্ধি করবে এমন চিন্তা করার পরিবর্তে লাল এবং সাদা বলের ফরম্যাটের জন্য আমাদের আলাদা পেস বোলিং ইউনিট প্রয়োজন। সেক্ষেত্রে দীর্ঘ খেলার চাপ নিয়ন্ত্রণ করা যাবে এবং পেস বোলাররাও ধারাবাহিকভাবে ভালো করবে।’
২০১৫ সালে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয় মোস্তাফিজের। এই সময়ের মধ্যে বাংলাদেশ মোট টেস্ট খেলেছে ৩৯টি। এর মধ্যে ১৪টি ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। বল হাতে উইকেট নিয়েছেন ৩০টি। সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন এই ফাস্ট বোলার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি