নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে বছর শুরু করেছিল বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকা সফরে জয়ের ধারবাহিকতা ধরে রাখতে পারেনি মমিনুল হক বাহিনী। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দেশে ফিরে অধিনায়ক মমিনুল জানালেন, এক ম্যাচ জিতেই টেস্টে সেরা হওয়া যায় না। সারা বছর খেললেও টেস্টে উন্নতির শেষ নেই।
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা। দুই টেস্টেই দ্বিতীয় ইনিংসে শতরানের নিচে গুটিয়ে গিয়ে বাজেভাবে হেরেছে বাংলাদেশ।
দেশে ফিরে অধিনায়ক মমিনুল হক সাংবাদিকদের বলেন, “টেস্ট থেকে এখনও অনেক কিছু শেখার জায়গা আছে। টেস্টে যদি বলেন, আমি যদি আগামী দুই বছরও খেলি, সারা বছরও খেলি টেস্টে উন্নতির শেষ নেই।”
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বলেন, “ম্যাচ হারি বা জিতি, প্রত্যেক সিরিজেই কিন্তু শেখার অনেক কিছুই থাকে। আপনি যদি শেখা বাদ দেন, তাহলে উন্নতি করতে পারবেন না। আমাদের শেখার অনেক কিছুই আছে।”
টেস্ট ক্রিকেটে বোলারদের কিভাবে উন্নতি করতে হবে সেই বিষয়েও কথা বলেন মমিনুল। তিনি বলেন, “টেস্ট বোলাররা নতুন বলে কিভাবে কোন জায়গায় বোলিং করবে। পুরনো বলে কোথায় বোলিং করবে। শেষ সেশনে কিভাবে বোলিং করবে। শেখার আসলে অনেক কিছুই আছে। আমার কাছে মনে হয় আমাদের বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের কোনোটিতেই ম্যাচ না জেতাতে অনেকটা স্বাভাবিক হিসেবেই মনে নিয়েছেন অধিনায়ক মমিনুল। তার মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতার পর দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের উপর প্রত্যাশার চাপ বেড়েছে।
মমিনুলের ভাষায়, “আপনাদের প্রত্যাশাটা একটু বেশি ছিল। আপনারা হয়তো অনেকে মনে করছেন, আমরা একটা টেস্ট জেতার পর বিশ্বের এক নম্বর দল হয়ে গেছি। এটা কিন্তু আপনাদের ভুল ধারণা।”
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল তাদের পায়ের নিচে মাটি খুঁজে পেয়েছে। তবে টেস্ট ক্রিকেটে এখনও পায়ের তলায় মাটিতে খুঁজছে টাইগাররা।
মমিনুল বলেন, “ওয়ানডে সিরিজ জিতেছে, এটা অনেক ইতিবাচক ছিল। টেস্ট এমন একটা খেলা, ওয়ানডের মতো না। ওয়ানডেতে বাংলাদেশ অনেক স্ট্যাবল দল। টেস্টে কিন্তু আমরা ওইভাবে স্ট্যাবল না। আপনি যেটা বললেন নড়বড়ে হয়ে গেছি, আসলে সেটা হয়নি।”
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিনেই ধরাশায়ী হয়েছে বাংলাদেশ দল। ভবিষ্যতে স্পিন খেলতে আরও বেশি মনোযোগী হবেন বলেও জানান বাংলাদেশের টেস্ট কাপ্তান মমিনুল।
তিনি বলেন, “আমরা যখন স্পিনে খেলবো, কোন দিকে রান করলে ভালো হবে, কোন দিকে রান করলে রিস্ক থাকবে -এ জিনিসগুলো আমাদের মানিয়ে নিতে হবে।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর