টেস্ট ক্রিকেটে দীর্ঘ ২২ বছরের পথচলা হলেও এখনও নিয়মিতই এই ফরম্যাটে খাবি খায় বাংলাদেশ দল। এর ব্যতিক্রম ঘটেনি দক্ষিণ আফ্রিকাতেও। তবে এর আগের সিরিজেই নিউজিল্যান্ডের মাটিতে দারুণ এক জয় উপহার দিয়েছিল টাইগাররা। আর এই ম্যাচ জিতে দল বিশ্বসেরা হয়নি বলেও জানান বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বেশ দাপুটে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচ জয়ের পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও বাংলাদেশের উপর ছিল প্রত্যাশার চাপ। তবে সেই চাপ সামলে প্রোটিয়াদের বিপক্ষে জয় এনে দিতে পারেনি বাংলাদেশ।
কিউইদের বিপক্ষে ওই টেস্ট জয়ে ক্রিকেট সমর্থকরা ভেবেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত পক্ষে প্রতিরোধ গড়ে তুলবে টাইগাররা। তবে সেটা পারেনি মমিনুল হকের দল। উল্টো দুই ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমার্পণ করেছে বাংলাদেশ।
এর ব্যাখ্যায় অধিনায়ক মমিনুল হক বলেন, ‘আপনারা ভাবেন একটা টেস্ট ম্যাচ জেতাতে আমরা বিশ্বের এক নম্বর দল হয়ে গেছি। আমার কাছে মনে হয় টেস্ট ম্যাচ জেতার আগেও যেখানে ছিলাম, এখনও সেখানেই আছি। হয়তো আপনারদের আশা বাড়ছে, আমাদেরও বাড়ছে। আমাদের আরও উন্নতি করার জায়গা আছে।’
এছাড়াও টেস্ট ক্রিকেটে ভালো খেলার জন্য পাঁচদিনই ভালো খেলতে হবে, এই বিষয়টাও মনে করিয়ে দিয়েছেন অধিনায়ক মমিনুল। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট এমন একটা খেলা, এখানে দল হিসেবে প্রতিদিন উন্নতি করতে হবে। এক সেশন কিংবা পাঁচ দিনের মধ্যে তিনদিন ভালো খেললে হবে না। পাঁচ দিনের পাঁচদিনই ভালো খেলতে হবে।’
দিন শেষে আবারও সেই আশার বাণী শুনিয়েছেন টেস্ট কাপ্তান মমিনুল হক। বলেন, ‘টেস্ট ম্যাচে পাঁচ দিনের ভিতরে একটা দুইটা সেশন ভুল করতে পারেন। এইসব জায়গায় আরও বেশি উন্নতি করতে হবে। অনেক জায়গায় উন্নতি করতে হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর