পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই টেস্টের চতুর্থ দিনে দুই প্রোটিয়া ক্রিকেটার খায়া জান্ডো এবং গ্লেন্টন স্ট্রুম্যান বদলি হিসেবে মাঠে নামেন। এতেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো কোভিডের কারণে বদলি নামলো। আর এই রেকর্ড গড়েছেন যৌথভাবে খায়া জান্ডো এবং গ্লেন্টন স্ট্রুম্যান।
দীর্ঘদিন দলের সাথে থাকলেও নিজের অভিষেক টেস্ট খেলতে পারছিলেন না খায়া জান্ডো। বাংলাদেশের বিপক্ষে সিরিজে যখন তার টেস্ট অভিষেকের স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পথে, সেই সময় মাঠে নামার সুযোগ পেলেন খায়া জান্ডো।
পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনে করোনা উপসর্গ থাকায় সিরিল এরউই এবং উইয়ান মুল্ডারের করোনা টেস্ট করানো হয়। সেখানেই তাদের ফলাফল পজিটিভ আসে।
এরপরেই পোর্ট এলিজাবেথ টেস্টে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান খায়া জান্ডো এবং গ্লেন্টন স্ট্রুম্যান। আর পোর্ট এলিজাবেথে চতুর্থ দিনে নিজের অভিষেক টেস্ট ক্যাপ পান খায়া জান্ডো।
২০২০ সালে করোনা ভাইরাস মহামারি শুরুর সময় আইসিসি থেকে জানানো হয়েছিল, ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তার বদলি ক্রিকেটার নামানো যাবে। সেই নিয়ম মেনেই ক্রিকেটার বদল করেছে দক্ষিণ আফ্রিকা।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের হলেও কোভিড বদলির তিন নম্বর ঘটনা এটি। এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং নিউজিল্যান্ডের ঘরোয়া লিগ প্ল্যাঙ্কেট শিল্ডে এই ঘটনা ঘটেছিল।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বারের মতো একই ম্যাচে দুই বদলির ঘটনা এটি দ্বিতীয়বার। প্রথমবার ঘটেছিল ২০১৯ সালে কলকাতায় বাংলাদেশ-ভারত টেস্টে। ওই ম্যাচে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস এবং নাঈম হাসান। তাদের বদলি হিসেবে মাঠে নামেন মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর