আরেকটি বড় পরাজয়ে টেস্ট সিরিজ হারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১১ এপ্রিল ২০২২
আরেকটি বড় পরাজয়ে টেস্ট সিরিজ হারলো বাংলাদেশ

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। তবে টেস্টে সিরিজে হ-য-ব-র-ল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলোদেশ হারলো আরও বড় ব্যবধানে। ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৩৩২ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ৪১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ রানের ৩ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিন ৭ উইকেট হাতে নিয়েও আর বেশি দূর যেতে পারেননি টাইগার ব্যাটাররা। বাকি ৭ উইকেটে ৫৩ রান সংগ্রহ করতে পারি বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। যা টেস্টে ক্রিকেটে চতুর্থ ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন রানের স্কোর।এর আগে এ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ৫৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। যা চতুর্থ ইনিংসে গুটিয়ে যাওয়ায় বাংলাদেশের সর্বনিম্ন রানের স্কোর।

চতুর্থ ইনিংসে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করে লিটন কুমার দাস। এছাড়া ওপেনার তামিম ইকবাল ১৩ এবং মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ২০ রান। এ তিন ব্যাটার ছাড়া বাকি ৯ জনই ছিলেন সিঙ্গেল ডিজিটে।

এর আগে প্রথম ইনিংসে ৪৫৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে বাংলাদেশ ২১৭ রানে গুটিয়ে গেলে ২৩৬ রানের লিড পায় স্বাগতিকরা। তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে আবারও ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ৬ উইকেটে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামণে লক্ষ্য দাঁড়ায় ৪১৩ রান। যেখানে মাত্র ৮০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

দুই টেস্টেই দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে টাইগারদের কাবু করেছেন কেশভ মহারাজ। প্রথম টেস্টে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা দ্বিতীয় টেস্টেও শিকার করেছেন ৯ উইকেট। ফলে ম্যাচ সেরার পাশাপাশি কেশভ মহারাজের হাতে উঠেছে সিরিজ সেরা পুরস্কার।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ডোমিঙ্গো ছাড়াও দক্ষিণ আফ্রিকার আরও দু’জন করোনা পজিটিভ

ডোমিঙ্গো ছাড়াও দক্ষিণ আফ্রিকার আরও দু’জন করোনা পজিটিভ

মুশফিকের ‘আত্মঘাতী’ রিভার্স সুইপ, সুজন বললেন ‘অপ্রত্যাশিত’

মুশফিকের ‘আত্মঘাতী’ রিভার্স সুইপ, সুজন বললেন ‘অপ্রত্যাশিত’

টেস্টে তাইজুলের দশম পাঁচ উইকেট

টেস্টে তাইজুলের দশম পাঁচ উইকেট

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৩৭ ধাপ উপরে উঠলেন জয়

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৩৭ ধাপ উপরে উঠলেন জয়