মানসিক দৃঢ়তার অভাবেই উইকেট হারিয়েছে তামিম : সিডন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ এএম, ১০ এপ্রিল ২০২২
মানসিক দৃঢ়তার অভাবেই উইকেট হারিয়েছে তামিম : সিডন্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে অর্ধশতক থেকে ৩ রান দূরে থাকতে আউট হয়েছেন তামিম ইকবাল। তামিমের এই আউটকে আগ্রাসনের কারণ বলে মানতে রাজি নন সিডন্স। তার মতে এটা হয়েছে তামিমের মানসিক দৃঢ়তার অভাবে।

দ্বিতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সিডন্স। সেখানেই তিনি বলেন, ‘আমি মনে করি না আগ্রাসনের কারণে সে (তামিম) আউট হয়েছে। এটি ছিল একটি মানসিক দুর্বলতার ভুল। তামিমের ইনিংসটা তার জন্য খুবই স্বাভাবিক। টেস্ট বা ওয়ানডেতে সে বেশ আক্রমণাত্মক।’

বাংলাদেশের ব্যাটিং কোচ আরও বলেন, ‘সে ফাস্ট বোলারদের বিরুদ্ধে খারাপ বল পেলে মেরেছে এবং স্পিনারদের বিরুদ্ধে দেখে খেলেছে। ভালো ডিফেন্স করেছিল। শান্ত এবং সে (তামিম) উইকেটের চারপাশে বোলারদের বিরুদ্ধে তাদের ইনিংসের শুরুতে দুর্দান্ত ছিল।’

ইনজুরির কারণে প্রথম ম্যাচে ছিলেন না তামিম। দ্বিতীয় টেস্টে নেমে ভালোই খেলছিলেন। তবে তাকে পরীক্ষায় ফেলেন সক্ষিণ আফিকার পঞ্চম বোলার অলরাউন্ডার উইয়ান মুলডার। মুলডারকে সামনের পায়ে খেলতে গিয়েই বিপদ ডেকে আনেন তামিম।

তামিমের ভুলটা ধরা দিল সিডন্সের চোখে।

এই অস্ট্রেলিয়ান বলেন, ‘আমার মনে হয় তামিম ফিফটি করার জন্য একটি চার মারার সুযোগ খুঁজছিলেন। এখানেই তার মনোযোগের ব্যঘাত ঘটে। সে ভুলে গিয়েছিল যে কিভাবে এতোক্ষণ খেলেছে। সে সুন্দরভাবে খেলছিল এবং সামনে পা বাড়িয়ে দেয়নি।’

দ্বিতীয় দিনে ৫ উইকেটে ১৩৯ রান রেখে খেলা শেষ করেছিল বাংলাদেশ। এখনো উইকেটে আছেন মুশফিকুর রহিম এবং ইয়াসির আলি রাব্বি। এই দু’জনের ব্যাটে আশা দেখছেন সিডন্স।

তিনি বলেন, ‘স্পিনারদের বিরুদ্ধে আমাদের আক্রমণাত্মক হতে হবে। এজন্য আমাদেরকে কিছু ঝুঁকি নিতে হবে। মুশফিক সাধারণত দুর্দান্ত সুইপার। এটি তার শক্তি এবং তিনি এখনো ক্রিজে আছেন। যদি সে টিকে থাকতে পারে এবং চারপাশে রান তুলতে পারে তবে সে সম্ভবত নিজেকে খুঁজে পাবে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

চূড়ান্ত পর্যায়ের ব্যথা নিয়ে খেলেও তাসকিন দেখিয়েছে সে কতটা আন্তরিক: ডোনাল্ড

চূড়ান্ত পর্যায়ের ব্যথা নিয়ে খেলেও তাসকিন দেখিয়েছে সে কতটা আন্তরিক: ডোনাল্ড

জয়ের নয়নাভিরাম ইনিংসে মুগ্ধ সিডন্স

জয়ের নয়নাভিরাম ইনিংসে মুগ্ধ সিডন্স

ডোমিঙ্গোর ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী : মাশরাফি

ডোমিঙ্গোর ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী : মাশরাফি

যদি আফগানিস্তান না থাকতো, জানি না আমি এখন কী করতাম : রশিদ খান

যদি আফগানিস্তান না থাকতো, জানি না আমি এখন কী করতাম : রশিদ খান