৪৫৩ রানে থামলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৯ এপ্রিল ২০২২
৪৫৩ রানে থামলো দক্ষিণ আফ্রিকা

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪৫৩ রানে থামলো দক্ষিণ আফ্রিকা। চার ব্যাটারের ফিফটিতে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে অলআউট হয় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম সর্বাধিক ৬ উইকেট শিকার করেছেন।

স্পিনার তাইজুল ইসলামের বোলিং নৈপুণ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৫শ’ রানের নিচে আটকে রাখে পারে বাংলাদেশ। বল হাতে ৫০ ওভারে ১৩৫ রানে ৬ উইকেট নেন তাইজুল। তাইজুলের ৬ উইকেট ছাড়া খালেদ আহমেদ ৩টি এবং বাকি একটি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ।

সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার (৮ এপ্রিল) প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৭৮ রান। কাইল ভেরিনি ১০ ও খালি হাতে অপরাজিত ছিলেন ওয়াইন মুল্ডার। শনিবার দ্বিতীয় দিন ২২ রানে ভেরিনিকে থামিয়ে নিজের তৃতীয় সাফল্য পান পেসার খালেদ আহমেদ।

মুল্ডারকে ৩৩ রানে আটকে দিয়ে ইনিংসে নিজের চতুর্থ উইকেট নেন তাইজুল ইসলাম। তবে অন্যপ্রান্তে বাংলাদেশ বোলারদের বিপক্ষে দ্রুত রান তুলেন মহারাজ। ৬১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রান তুলে চা বিরতিতে যান মহারাজ। তবে দ্বিতীয় সেশনে তাকে আটকে দেন সেই তাইজুল ইসলাম।

দ্বিতীয় সেশনে মহারাজকে ৮৪ রানে আউট করে টেস্ট ক্যারিয়ারে ১০মবারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তাইজুল। শেষ দিকে ষষ্ঠ উইকেট হিসেবে সিমোন হার্মারকে শিকার করেন তাইজুল।

দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটার লিজাড উইলিয়ামসকে ১৩ রানে বিদায় দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে গুটিয়ে দেন মেহেদি হাসান মিরাজ। ১০০ রানে ৩ উইকেট নেন পেসার খালেদ আহমেদ। ৮৫ রানে ১ উইকেট নেন মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস): ৪৫৩-১৩৬.২ ওভার, (এলগার ৭০, এরউইয়া ২৪, পিটারসেন ৬৪, বাভুমা ৬৭, রিকেলটন ৪২, ভেরেইনা ২২, মুল্ডার ৩৩, মহারাজ ৮৪, হার্মার ১৯, উইলিয়ামস ১৩; খালেদ ২৯-৬-১০০-৩, মিরাজ ২৬.২-৪-৮৫-১, ইবাদত ২৮-৩-১২১-০, তাইজুল ৫০-১০-১৩৫-৬, শান্ত ৩-০-৯-০)।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে তাইজুলের দশম পাঁচ উইকেট

টেস্টে তাইজুলের দশম পাঁচ উইকেট

শচীনকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

শচীনকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

পোর্ট এলিজাবেথে ১৩৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মিরাজ

পোর্ট এলিজাবেথে ১৩৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মিরাজ

পোর্ট এলিজাবেথে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পোর্ট এলিজাবেথে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ