সাদা পোশাকের ক্রিকেটে দেশের হয়ে দশম বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে পাঁচ বা তার চেয়ে বেশি উইকেট শিকারের শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। তিনি নিয়েছেন সর্বোচ্চ ১৮ বার। তালিকায় দশমবারের মতো পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন তাইজুল।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হয়নি তাইজুল ইসলামের। তাসকিন-শরিফুলের ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টে একাদশে ফিরেন তিনি। ফিরেই বিদেশের মাটিতে তৃতীয় বারের মতো ছয় উইকেট শিকার করলেন তাইজুল।
এর আগে গত বছরের এপ্রিলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে এবং ২০১৪ সালের সেপ্টেম্বরে অভিষেক টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছিলেন তাইজুল।
এছাড়া ঘরের মাঠে আরও সাতবার টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাইজুল ইসলামের। আর এবার দিতে ক্যারিয়ারে তৃতীয় বারের মতো বিদেশের মাটিতে পাঁব বা ততোধিক উইকেট শিকার করলেন তিনি।
টেস্টে এক ইনিংসে ৮ উইকেটও নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। টেস্টে অভিষেকের বছরেই মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি।
তাইজুল ছাড়া বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৮ বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। যেখানে বিদেশের মাটিতে সাকিব নিয়েছে পাঁচবার।
স্পোর্টসমেইল২৪/আরএস