লজ্জার দুঃস্মৃতি মুছে সমতায় ফেরার লক্ষ্য বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৭ এপ্রিল ২০২২
লজ্জার দুঃস্মৃতি মুছে সমতায় ফেরার লক্ষ্য বাংলাদেশের

ডারবানে সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক হারের দুঃস্মৃতিকে পেছনে ফেলে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। শুক্রবার (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সিরিজের এ দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। তবে সুস্থ হয়ে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল।

ডারবান টেস্টের চতুর্থ ইনিংসে ৫৩ রানে গুটিয়ে যাওয়ায় ২২০ রানে ম্যাচ হারের স্বাদ পায় বাংলাদেশ। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হওয়ার পর টেস্টে এটি টাইগারদের দ্বিতীয় সর্বনিম্ন রান।

বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে এবারের সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ শিবির। তবে শেষ টেস্টের চতুর্থ ইনিংসে বাজেভাবে অলআউট হয়ে লজ্জার হার মেনে নিতে হয়েছে।

স্পিন অ্যাটাক দিয়ে বাংলাদেশকে ঘায়েল করেছে দক্ষিণ আফ্রিকা। যা প্রোটিয়াদের মতো পেস নির্ভর দেশের খুবই বিরল। যদিও নিজেদের প্রথম সারির পেস আক্রমণকে পায়নি দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশের জন্য এমন হার খুবই হতাশাজনক। ম্যাচের পর অধিনায়ক মমিনুল হক বলেছেন, বিদেশের মাটিতে স্পিনারদের উইকেট দেওয়া একটি অপরাধ।

২০১৫ সালের পর প্রথম টেস্ট খেলতে নামা হার্মার ও মহারাজ দু’জনে মিলে প্রথম ম্যাচে বাংলাদেশের ১৪টি উইকেট শিকার করেন। ঘরের মাঠে টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ এবং পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর সর্বোচ্চ শিকার।

চতুর্থ ইনিংসে বাংলাদেশের পারফরমেন্স এতটাই হতাশাজনক ছিল যে, পেসারদের দুর্দান্ত পারফরমেন্সকে ঢেঁকে দিয়েছে। চতুর্থবারের মতো বিদেশের মাটিতে এবং শেষ তিন টেস্টে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের ২০ উইকেট নিয়েছে বাংলাদেশ। যেখানে ম্যাচে পেসারদের শিকার ছিল ১০-এর বেশি উইকেট।

বাংলাদেশের ত্রয়ী পেস আক্রমণে ছিলেন খালেদ আহমেদ-এবাদত হোসেন এবং তাসকিন আহমেদ। এর মধ্যে ইনজুরি নিয়ে খেলেছেন তাসকিন। বল হাতে দারুণ পারফরমেন্সে দক্ষিণ আফ্রিকার পেসারদের চেয়ে ভালো করেছেন তিনি।

বাংলাদেশের পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। নিজের প্রথম অ্যাসাইনমেন্ট হিসাবে নিজ দেশ দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের পেসারদের নিয়ে কাজ করছেন তিনি। ডোনাল্ড জানিয়েছেন, পেসাররা যদি এ পারফরমেন্স অব্যাহত রাখতে পারে, তবে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত কিছু করার ভালো সুযোগ থাকবে। এ উইকেট পেসারদের সুযোগ আসবে, তবে ডারবানের মতো নয়।

পোর্ট এলিজাবেথে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনে ডোনাল্ড বলেন, ‘আমি মনে করি প্রথম টেস্টে বাংলাদেশি পেসারদের পারফরমেন্স নিয়ে গর্ব করা যায়। এমন পারফরমেন্সই আশা করেছিলাম। আমরা এখানে মানিয়ে নিতে পেরেছি, এটা খুব ভালো ছিল। আমরা পার্টনারশিপে বোলিং নিয়ে কথা বলেছি। সব পেস বোলারই ভালো পারফরমেন্স করেছে।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় ইনিংসে এটি আরও ভালো ছিল। আমার মনে হয়েছে- আমরা একটি টেস্ট ইউনিটের মতো বোলিং করেছি। রান রেট ৩ দশমিক ৭ থেকে ২ দশমিক ৫-এ নেমে এসেছিল। আমি পেসারদের নিয়ে খুব গর্বিত। তারা সারা দিন প্রতিপক্ষের উপর চাপ অব্যাহত রাখতে পেরেছে।’

বাংলাদেশ দল
মমিনুল হক (অধিনায়ক), আবু জায়েদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, সাদমান ইসলাম, শহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, তামিম ইকবাল ও ইয়াসির আলি।

দক্ষিণ আফ্রিকা দল
ডিন এলগার (অধিনায়ক), তেম্বা বাভুমা, ড্যারিন ডুপাভিলন, সারেল এরউই, সাইমন হার্মার, কেশব মহারাজ, উইয়ান মুলডার, ডুয়েন অলিভিয়ার, কিগান পিটারসেন, রায়ান রিকেল্টন, লুথো সিপামলা, গ্লেনটন স্টুরম্যান, কাইল ভেরিনি (উইকেটরক্ষক), লিজাড উইলিয়ামস ও কায়া জন্ডো।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৩৭ ধাপ উপরে উঠলেন জয়

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৩৭ ধাপ উপরে উঠলেন জয়

ডোমিঙ্গোকে শুধু শুধু বলির পাঠা বানানো হয় : নাজমুল হাসান

ডোমিঙ্গোকে শুধু শুধু বলির পাঠা বানানো হয় : নাজমুল হাসান

আম্পায়ারিং নিয়ে আইসিসিতে অভিযোগ করবে বাংলাদেশ

আম্পায়ারিং নিয়ে আইসিসিতে অভিযোগ করবে বাংলাদেশ

আমরা অনেক বাজে শট খেলেছি : মমিনুল

আমরা অনেক বাজে শট খেলেছি : মমিনুল