দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের স্পিন বিষে নীল হয়েছে বাংলাদেশে ব্যাটিং লাইন আপ। ফলাফল, ২২০ রানের বড় ব্যবধানে হার। পুরো ম্যাচেই বাংলাদেশের বোলিংয়ে ফুটে উঠেছিল একজন স্পিনারের অভাব। একই সমস্যা চোখে পড়েছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার তুষার ইমরানের চোখে। তার মতে বাংলাদেশের একাদশে বাড়তি স্পিনার হিসেবে তাইজুল ইসলামকে দরকার ছিল।
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে মাঠে ওয়ানডে সিরিজ জয়ের অনুপ্রেরণা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ফরম্যাট বদলাতেই পুরোনো সেই বিবর্ণ চেহারাতেই ফিরে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এর শুরুটা ছিল ম্যাচের একদম গোড়া থেকেই। এমনটাই মনে করেন তুষার ইমরান।
স্পোর্টসমেইল২৪.কমকে তিনি বলেন, ‘উইকেটে ঘাস ছিল, এটা ঠিক। তবে সেই অনুপাতে উইকেটে বাউন্স ছিল না। মমিনুল বা টিম হয়তো উইকেট বুঝতে ভুল করেছে। উইকেটে দক্ষিণ আফ্রিকা কি করেছে সেটা তাদের ব্যাপার। আমরা যেহেতু বেশি ব্যাটার নিয়ে খেলছিলাম, তাই আমাদের উচিত ছিল টস জিতে প্রথমে ব্যাটিং করা।’
প্রত্যাশামাফিক উইকেট না পাওয়ায় পুরো ম্যাচেই ভুগেছে বাংলাদেশ। পেস উইকেট চিন্তায় তিন পেসার খেলিয়েছিল বাংলাদেশ। এমনকি একাদশে ছিল একজন বাড়তি পেসার। সেই ভুলটাও ধরিয়ে দিয়েছেন তুষার ইমরান।
তার মতে, ‘ডারবানে একজন স্পিনার কম ছিল। তাইজুলকে (ইসলাম) খেলানো উচিত ছিল। বাংলাদেশ দল তিন পেসার-দুই স্পিনার মিলিয়ে পাঁচজন বোলার খেলাতে পারতো। সেক্ষেত্রে (মেহেদি হাসান) মিরাজ অলরাউন্ডার হিসেবে খেলতে পারতো। আর তাইজুল বিশেষজ্ঞ স্পিনার হতো।’
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের ব্যর্থতার মাঝেও ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। ডারবান টেস্টে নিজের সক্ষমতার পুরোটাই দিয়েছেন বলে মনে করেন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার ইমরান। এমনকি জয় দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দিতে পারবে বলেও মন্তব্য করেন।
বলেন, ‘(মাহমুদুল হাসান) জয় যে টেকনিকে ব্যাটিং করে এটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই ভালো। চোখ বন্ধ করে বলা যায়, বাংলাদেশ দলকে অনেকদিন সার্ভিস দিবে। সেঞ্চুরি তো আসলে যার-তার দ্বারা সম্ভব না। যার ভিতরে সক্ষমতা আছে, সেই করতে পারে। জয়ের মধ্যে সম্ভাবনা আছে, সেটাই ফুটে উঠেছে।’
এদিকে সাম্প্রতিক সময়ে ঠিক নিজের ছন্দে নেই ওপেনার সাদমান ইসলাম। তার রক্ষণ নিয়েও বেশ কাজ করতে হবে বলেও মনে করেন। এমনকি দ্বিতীয় ইনিংসে জয়ের আউটেরও সমালোচনা করেন।
তুষার ইমরান বলেন, ‘কালকে (রোববার) তিন উইকেটের মধ্যে মমিনুল (হক) বলের কাছে যেতেই পারেনি। জয়ের ব্যাট-প্যাডের মধ্যে অনেকটা গ্যাপ ছিল। সাদমানে ডিফেন্স টেকনিক নিয়ে কথা বলতে হবে। এটা নিয়ে ওর কাজ করার অনেক জায়গা আছে। বাকিদেরও কিছু কিছু জায়গায় কাজ করার দরকার আছে।’
দক্ষিণ আফ্রিকার পরিবেশ সবসময় পেসারদের জন্য সাহায্য করবে এমন ধারণা থেকে বের হতে বলেন তুষার। তার চাওয়া দ্বিতীয় টেস্টের একাদশে একজন বাড়তি স্পিনার যেন একাদশে খেলেন।
বলেন, ‘দ্বিতীয় টেস্টের উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত দুই নাকি তিনজন পেসার খেলাবে। অবশ্যই একাদশে আরেকজন স্পিনার নিয়ে খেলা উচিত।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর