আমরা অনেক বাজে শট খেলেছি : মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৪ এপ্রিল ২০২২
আমরা অনেক বাজে শট খেলেছি : মমিনুল

বছরের প্রথম টেস্টেই নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ে দলকে নিয়ে প্রত্যাশার পারদ উঠেছিল বেশ উপরে। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট নিয়েও আশাবাদী হয়েছিল টাইগার সমর্থকরা। তবে দলকে জেতাতে পারেননি অধিনায়ক মমিনুল। উল্টো টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে অলআউট হয়েছে বাংলাদেশ দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছিলেন মাহমুদুল হাসান জয়। বিপরীতে অন্য ব্যাটাররা যোগ দিয়েছিলেন ব্যর্থতার মিছিলে। দ্বিতীয় ইনিংসেও ছিল একই চিত্র। আর এতেই হেরেছে বাংলাদেশ। শুধু তাই নয়, করেছে সর্বনিম্ন রানের রেকর্ড। এই ম্যাচে হারের কারণ হিসেবে বাজে শটকেই দায়ী করেছেন অধিনায়ক মমিনুল হক।

তার মতে, ‘আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। আমরা অনেক বাজে শট খেলেছি। প্রথম ইনিংসে আমরা ভালো করেছি।’

ম্যাচ জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৭৪ রানের লক্ষ্য। ব্যাটিংয়ে নেমেই তিন উইকেট হারিয়ে বসে মমিনুল বাহিনী। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল বলেও মনে করেন অধিনায়ক মমিনুল।

বলেন, ‘আমরা বলের যোগ্যতা অনুযায়ী খেলার চেষ্টা করেছি। আমরা ফাইনাল সেশন পর্যন্ত খেলতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত গতকাল তিনটি উইকেট হারিয়েছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

ডারবান টেস্টে বাংলাদেশের উপর ছড়ি ঘুরিয়েছে প্রোটিয়া স্পিনাররা। উপমহাদেশের দেশ হয়েও দক্ষিণ আফ্রিকার স্পিন ফাঁদে পা দেওয়ায় বেশ হতাশ অধিনায়ক।

মমিনুলের মতে, ‘আমরা স্পিন খেলতে অভ্যস্ত। আমরা এটাও জানি যে ডারবান ৩য়-৪র্থ দিন থেকে স্পিন করে, দুই ইনিংসেই বোলাররা দারুণ বোলিং করেছে।’

সর্বশেষ সময়ে বাংলাদেশের বোলিং ইউনিটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পেসাররা। তাদের কল্যাণেই দক্ষিণ আফ্রিকাকে অল রানেই গুটিয়ে রাখতে পেরেছিল টিম টাইগার্স। এ কারণেই ম্যাচ হারলেও পেসারদের প্রশংসা করেছেন অধিনায়ক মমিনুল।

তিনি বলেন, ‘গত কয়েকটা টেস্ট ম্যাচে আমাদের পেস বোলিং বিভাগ ভালো করছে... নিউজিল্যান্ডে এবং এখানে ওয়ানডে সিরিজেও। আমরা দ্বিতীয় ইনিংসে অতিরিক্ত ৫০-৬০ রান দিয়েছিলাম।’

প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় টেস্টে ঘুরের দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন অধিনায়ক মমিনুল। বলেন, ‘আমাদের আরও একটি ম্যাচ আছে, শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমরা আমাদের সুযোগগুলোকে কাজে লাগাতে চেষ্টা করব। ছেলেদের জন্য তাদের সেরাটা দেখানোর জন্য ভাল সুযোগ হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় ইনিংসে সর্বনিম্ন রানের ‘লজ্জার’ রেকর্ড গড়লো বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে সর্বনিম্ন রানের ‘লজ্জার’ রেকর্ড গড়লো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় আম্পায়ারিং নিয়ে হতাশ সাকিব

দক্ষিণ আফ্রিকায় আম্পায়ারিং নিয়ে হতাশ সাকিব

প্রথম টেস্ট শেষে দেশে ফিরছেন তাসকিন-শরিফুল

প্রথম টেস্ট শেষে দেশে ফিরছেন তাসকিন-শরিফুল

প্রথম টেস্ট সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন জয়

প্রথম টেস্ট সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন জয়