ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে প্রোটিয়াদের ৬৯ রানের লিড থাকায় জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৪ রান।
রোববার (৩ এপ্রিল) বিনা উইকেটে ৬ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ১ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ৮ রান করা সারেল এরইউকে বিদায় করেন এবাদত হোসেন। এই একটি মাত্র উইকেট ছাড়া দিনের প্রথম সেশনে আরও কোন সফল্য ছিল না।
চতুর্থ দিনের প্রথম সেশনে উইকেট শিকারে ব্যর্থ হলেও দ্বিতীয় সেশনটি নিজেদের করে নেয় বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় সেশনে প্রোটিয়াদের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশে। দিনের দ্বিতীয় সেশনে ২৮ ওভারে ৫২ রান দিয়ে শিকার করে ৪টি উইকেট। ফলে দ্বিতীয় সেশন শেষে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৫৭ রান।
চা-বিরতি শেষে ৫ উইকেট হাতে নিয়ে ২২৬ রানে এগিয়ে থেকে আবারও ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। দিনের শেষ ও তৃতীয় সেশনে ভালো করতে পারেনি স্বাগতিকরা। টাইগার বোলারদের সামনে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন প্রোটিয়ার শেষ দিনের ব্যাটাররা। বাকি ৫ উইকেটে ৪৭ রান সংগ্রহ করতে পারেন ব্যাটাররা।
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক ডিন এলগার। এছাড়া রায়ান রিকেলটন অপরাজিত ৩৯ ও কিগান পিটারসেন ৩৬ রান করেন। প্রথম ইনিংস থেকে ৬৯ রানর লিড থাকায় ডারবান টেস্ট জিততে সফরকারী বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৪ রান।
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানে অলআউট করার পেছনে বাংলাদেশের পক্ষে বল হাতে মেহেদী হাসান মিরাজ এবং এবাদ হোসেন ৩টি করে উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ শিকার করে ২টি উইকেট।
স্পোর্টসমেইল২৪/আরএস