দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৩ এপ্রিল ২০২২
দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

ডারবান টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৯৮ রানে আটকে দিয়ে ৬৯ রানের লিড পেয়েছিল ৩৬৭ রান করা স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসের বড় সংগ্রহের দিকে এগুচ্ছে প্রোটিয়ারা। চতুর্থ দিনের লাঞ্চ বিরতের যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ১৭৪ রান।

রোবাবর (৩ এপ্রিল) সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন ৯ উইকেট হাতে নিয়ে ১৭৪ রানে এগিয়ে থেকে মধ্যাহ্ন-বিরতিতে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৬৯ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১০৫ রান সংগ্রহ করেছে।

বিনা উইকেটে ৬ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। ওপেনার সারেল এরইউকে ৮ রানে বিদায় করেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। তবে হাফ-সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার ও অধিনায়ক ডিন এলগার। ৯২ বলে ৬২ রান তুলে এলগার এবং ২১ রানে অপরাজিত আছেন কিগান পিটারসেন।

বাংলাদেশের পক্ষে বল হাতে এবাদত ২৩ রানে ১ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের অধিনায়ক মমিনুখ হক এখন পর্যন্ত ছয়জন বোলার ব্যবহার করলেও উইকেট নিয়েছেন একমাত্র এবাদত।

প্রথম ইনিংসে ওপেনার মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ২৯৮ রান করেছিল বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে জয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩৭ রান। যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এবং প্রথম সেঞ্চুরি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ২৯৮ রানে থামলো বাংলাদেশ

জয়ের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ২৯৮ রানে থামলো বাংলাদেশ

প্রথম টেস্ট সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন জয়

প্রথম টেস্ট সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন জয়

ক্যারিয়ারের তৃতীয় টেস্টে জয়ের দ্বিতীয় ফিফটি

ক্যারিয়ারের তৃতীয় টেস্টে জয়ের দ্বিতীয় ফিফটি

ক্যারিয়ার সেরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাতেও ‌‘সেরা’ খালেদ আহমেদ

ক্যারিয়ার সেরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাতেও ‌‘সেরা’ খালেদ আহমেদ