ক্যারিয়ারের তৃতীয় টেস্টে প্রথমবারের মতো সেঞ্চুরি হাঁকালেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেই বিরল এক রেকর্ড গড়লেন তরুণ এ টাইগার ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের এটাই প্রথম টেস্ট সেঞ্চুরি।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে এ বিরল রেকর্ড গড়লেন জয়। ক্যারিয়ার এর আগে জয়ের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৭৮ রানের, স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে।
ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার করা প্রথম ইনিংসে ৩৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৯৮ রান তুলতেই প্যাভিলিয়নে ফিরেন চার ব্যাটার। তবে ব্যাট হাতে অবিচল ছিলেন ওপেনার মাহমুদ হাসান জয়। দ্বিতীয় দিন শেষে টপ-অর্ডারের চার ব্যাটার চলে গেলেও ৪৪ রানে অপারজিত ছিলেন তিনি। তৃতীয় দিন তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।
প্রথম ইনিংস থেকে ২৬৯ রানে পিছিয়ে থেকে ৬ উইকেট হাতে নিয়ে শনিবার (২ এপ্রিল) তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে দিনের শুরুতে ১ রানে ফিরেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ফলে দলীয় ১০১ রান পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
তাসকিনকে হারিয়ে লিটন দাসের সাথে জুটি গড়েন জয়। তবে হাফ-সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে লিটনও ফিরে যান সাজঘরে। ব্যাট হাতে ৯৬ বলে ৬টি চারের মারে ৪১ রানে লিটন ফিরে গেলে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটারদের এমন আসা-যাওয়ার মাঝে ব্যাট হাতে অবিচল ছিলেন জয়। খেলে যান ধৈর্য্যশীল ইনিংস।
লিটন চলে যাওয়ার পর জয়ের সাথে বড় জুটি আভাস দেন ইয়াসির আলি। তবে ভুল-বুঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন ইয়াসির আলি। ৩৭ বলে ২ চারে ব্যক্তিগত ২২ রানে ইয়াসির আলি সাজঘরে ফিরলে সপ্তম ইউকেটে পতন ঘটে। এরপর মেহেদী হাসান মিরাজের সাথে জুটি গড়ে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান জয়।
ছয় ঘণ্টারও বেশি সময় উইকেটে থেকে ২৭০ বলে শতক পূর্ণ করে মাহমুদুল হাসান জয়। ক্যারিয়ারের প্রথম শতক হাঁকানোর পেছনে ১০টি চার ও একটি ছক্কা হাঁকান এ তরুণ ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে অধিনায়ক মমিনুলের হকে করা ৭৭ রানে সংগ্রহটি সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল। তবে জয়ের সেঞ্চুরির পর এটিই এখন সর্বোচ্চ এবং দেশটির বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরির রেকর্ড।
স্পোর্টসমেইল২৪/আরএস