ডারবান টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিনেই ব্যাকফুটে বাংলাদেশ। স্বাগতিকদের ৩৬৭ রানের আটকে রাখার পর দিনের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে টাইগাররা। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো ২৬৯ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১ এপ্রিল) ২৩৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন ৪ উইকেট হারানো প্রোটিয়ারা বাকি ৬ উইকেট দলীয় সংগ্রহে আরও যোগ করে ১৩৪ রান। দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে আটকে রাখার পেছনে বল হাতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন টাইগার পেসার সৈয়দ খালেদ আহমেদ। ২৫ ওভারে ৯২ রানে ৪ উইকেট নেন তিনি।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৩৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ১ উইকেটে ২৫ রান সংগ্রহ করে সফরকারী বাংলাদেশ। ব্যক্তিগত ৯ রানে ওপেনার সাদমান ইসলাম সাজঘরে ফিরলে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
দ্বিতীয় উইকেট নাজমুল হাসান শান্তকে নিয়ে ৫৫ রানের জুটি গড়ের ওপেনার মাহমুদুল হাসান জয়। দলীয় ৮০ রানে শান্ত ফিরে গেলে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৭৮ মিনিট উইকেটে থেকে ৮৭ বলে ২টি করে চার ও ছয়ের মারে ৩৮ রান করেন শান্ত।
৩৮তম ওভারের প্রথম বলে দ্বিতীয় উইকেট হারানোর পর উইকেটে এসে জয়ের সাথে জুটি গড়তে ব্যর্থ হন টাইগার অধিনায়ক মমিনুল হক। ৮ বর মোকবেলা করে রানের খাতা খোলার আগেই ফিরেন সাজঘরে। ফলে দলীয় ৮০ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
মমিনুলের পর অভিজ্ঞ মুশফিকুর রহিমও ব্যাট হাতে ব্যর্থ হন। ১৯বলে একটি চারের মারে ৭ রানে ফিরেন মুশফিক। নিজেদের ইনিংসের ৪৬তম ওভারের পঞ্চম বলে দলীয় ৯৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
দিনের বাকি সময়ে আরও ৩.১ ওভার ব্যাট করলেও কোন উইকেট হারাতে হয়নি টাইগারদের। ব্যাট হাতে ৪৪ ওপেনার জয় এবং খালি হাতে টাইগার পেসার তাসকিন আহমেদ অপরাজিত রয়েছেন।
দ্বিতীয় দিনের শেষ বিকেলে ১৪ রানে ৩ উইকেট হারিয়ে এলোমেলো বাংলাদেশের ব্যাটিং ইনিংস। দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ৩৬৭ রানের বিপক্ষে ফলোঅন এড়াতে বাংলাদেশ এখনো ৭০ রান দূরে রয়েছে। হাতে রয়েছে ৬টি উইকেট।
স্পোর্টসমেইল২৪/আরএস