ক্যারিয়ার সেরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাতেও ‌‘সেরা’ খালেদ আহমেদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০১ এপ্রিল ২০২২
ক্যারিয়ার সেরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাতেও ‌‘সেরা’ খালেদ আহমেদ

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়লেন সৈয়দ খালেদ আহমেদ। দুই ম্যাচ সিরিজের ডারবানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫ ওভারে ৯২ রানে ৪ উইকেট নিয়েছেন ডান-হাতি পেসার খালেদ আহমেদ। দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো বাংলাদেশি পেসারের এটিই এখন সেরা বোলিং ফিগার।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়ার পাশাপাশি নিজের ক্যারিয়ার সেরা বোলিং রেকর্ড গড়লেন খালেদ আহমেদ। এর আগে খেলা তিন টেস্টের চার ইনিংসে বল করে নিয়েছিলেন মাত্র ১টি উইকেট।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগের সর্বোচ্চ বোলিং ফিগার ছিল ডান-হাতি পেসার শুভাশিষ রায়ের। ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ২৯ ওভারে ১১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এবার শুভাশিষকে টপকে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়লেন খালেদ আহমেদ।

এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগারের বেকর্ড স্পিনার সাকিব আল হাসানের দখলে। ২০০৮ সালে সেঞ্চুরিয়নে ২৮ ওভার বল করে ৯৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব। দ্বিতীয় সেরা বোলিং ফিগারও সাকিবের। ২০০৮ সালেই ব্লুমফন্টেইনে ৩৮ ওভার বল করে ১৩০ রানে ৫ উইকেট নেন দেশ সেরা এ অলরাউন্ডার।

সাকিবের পর সেরার তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিলেন খালেদ আহমদে। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া খালেদ আহমেদ এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৩টি টেস্ট (চলমান টেস্ট বাদে)। যার মধ্যে চার ইনিংস বল করে পাকিস্তানের বিপক্ষে একটি উইকেট শিকার করা ছাড়া বাকিগুলোতে ছিলেন উইকেট শূন্য।

এদিকে, খালেদ আহমেদ ছাড়াও মেহেদী হাসান মিরাজের ৩ উইকেট শিকারে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৩৬৭ রানে আটকে রাখে বাংলাদেশ। বল হাতে দুটি উইকেট শিকার করেছেন এবাদত হোসেন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

১২ টেস্টে কেমন ছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যান

১২ টেস্টে কেমন ছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যান

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিংয়ে তাসকিন, উন্নতির ধারায় সাকিব-তামিম

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিংয়ে তাসকিন, উন্নতির ধারায় সাকিব-তামিম

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো

দ্বিতীয়বারের মতো ফাইফারের দেখা পেলেন তাসকিন

দ্বিতীয়বারের মতো ফাইফারের দেখা পেলেন তাসকিন