দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেশনের শেষ ওভারে ক্যাচ মিস করায় উইকটশূন্য থেকেই লাঞ্চ বিরতিতে যেতে হয়েছিল বাংলাদেশের। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই উদ্বোধনী জুটির দু’জনকেই ফিরিয়ে দিয়ে সাফল্যে খাতায় ৩ উইকেট যোগ করেছেন টাইগারর বোলাররা। অধিনায়ক ডিন এলগারকে খালেদ আহমেদ এবং সারেল এরউইকে মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফেরানোর পর কেগান পিটারসেন কাটা পড়েন রান আউটে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে নির্দিষ্ট সময়ে উইকেটে বল করার সুযোগ পাননি বাংলাদেশ। সাইটস্ক্রিন সমস্যায় ৩৩ মিনিট দেরিতে শুরু হয় প্রথম দিনের খেলা।
ম্যাচের শুরুতে পেসারদের এলোমেলো বোলিংয়ে বাজে হয়েছে টাইগারদের। বিপরীতে ঠিক ওয়ানডে মেজাজে খেলে চাপমুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। ডিন এলগার ও সারেল এরউইয়া উদ্বোধনী জুটিতে প্রথম সেশনের ২৫ ওভারে ৯৫ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক এলগার ৭৬ বলে ৬০ এবং আরভিয়া ৭৬ বলে ৩২ রানে অপরাজিত আছেন।
এবাদত হোসেনের বলে ডিন এলগারের টানা দুটি বাউন্ডারিতে দক্ষিণ আফ্রিকার রান পেরিয়ে গেল ফিফটি। একই সঙ্গে পঞ্চাশ ছাড়ায় উদ্বোধনী জুটি। এরপর লাঞ্চের ঠিক আগে জুটি ভাঙার বড় একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজের বলে সারেল এরউইয়ার ক্যাচ নিতে পারেননি কিপার লিটন দাস। ফলে উইকেট না পাওয়ার হতাশা নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ।
বিরতির পর দিনের দ্বিতীয় সেশনে ইনিংসের ৩৩.২তম ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। প্রোটিয়া অধিনায়ক এলগারকে সাজঘরে ফেরান সৈয়দ খালেদ আহমেদ। ১০১ বল খেলে ১১টি চারের মারে ৬৭ রান করে প্রোটিয়ার এ অধিনায়ক। ফলে দলীয় ১১৩ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেট পেতে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশের। ইনিংসের ৩৫তম ওভারের প্রথম বলেই আরেক ওপেনার সারেল এরউইকে ফেরান মিরাজ। সরাসরি বোল্ড হওয়ার আগে ৪১ রান করেন সারেল এরউইক। দলীয় ১১৭ রানে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ।
দুই উদ্বোধনী ব্যাটারকে হারিয়ে টেম্বা বাভুমার সাথে বড় ইনিংসের আভাস দেন কেগান পিটারসেন। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এ থ্রোয়ে রান আউটে কাটা পড়েন কেগান পিটারসেন। ৩৬ বল খেলে ৩ চারে ১৯ রানে পিটারসেনকে সাজঘরে ফিরিয়ে তৃতীয় সাফল্যের দেখা পায় বাংলাদেশ।
কেগান পিটারসেন চলে যাওয়ার পর উইকেটে টেম্বা বাভুমার সঙ্গী হোন রায়ান রিকলটন। চার বিরতিতে যাওয়ার আগে ৫৩ ওভারে দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ ৩ উইকেটে ১৬৩ রান। ২২ রানে টেম্বা বাভুমা এবং ১১ রানে অপরাজিত রয়েছেন রায়ান রিকলটন।
স্পোর্টসমেইল২৪/আরএস