প্রথম সেশনে দুর্দান্ত দক্ষিণ আফ্রিকা, উইকেট শূন্য বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ৩১ মার্চ ২০২২
প্রথম সেশনে দুর্দান্ত দক্ষিণ আফ্রিকা, উইকেট শূন্য বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনটা ভালো যায়নি বাংলাদেশের। টস জিতে প্রথমে বোলিং নিয়ে ডারবানের কিংসমিডের উইকেটের ফায়দা নিতে পারেননি তাসকিন-এবাদতরা। উল্টো সেশনের শেষ ওভারে ক্যাচ মিসে উইকেট শূন্য থেকেই লাঞ্চে যেতে হয়েছে বাংলাদেশের। বিপরীতের উদ্বোধনী জুটিতে ৯৫ রান সংগ্রহ করেছে স্বাগতিক।

দক্ষিণ আফ্রিকা বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সকালের উইকেটে বল করার সুযোগ পাননি বাংলাদেশ। সাইটস্ক্রিন সমস্যায় ৩৩ মিনিট দেরিতে শুরু হয় খেলা।

ম্যাচের শুরুতে পেসারদের এলোমেলো বোলিংয়ে বাজে হয়েছে টাইগারদের। বিপরীতে ঠিক ওয়ানডে মেজাজে খেলে চাপমুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। ডিন এলগার ও সারেল এরউইয়া উদ্বোধনী জুটিতে প্রথম সেশনের ২৫ ওভারে ৯৫ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক এলগার ৭৬ বলে ৬০ এবং আরভিয়া ৭৬ বলে ৩২ রানে অপরাজিত আছেন।

এবাদত হোসেনের বলে ডিন এলগারের টানা দুটি বাউন্ডারিতে দক্ষিণ আফ্রিকার রান পেরিয়ে গেল ফিফটি। একই সঙ্গে পঞ্চাশ ছাড়ায় উদ্বোধনী জুটি। এরপর লাঞ্চের ঠিক আগে জুটি ভাঙার বড় একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজের বলে সারেল এরউইয়ার ক্যাচ নিতে পারেননি কিপার লিটন দাস।

বাংলাদেশ একাদশ
মমিনুল হক, শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ এবং ইবাদত হোসেন। 

দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কেগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকলটন, কাইল ভেরেইনা (উইকেটরক্ষক), ভিয়ান মুলডার, কেশব মহারাজ, সাইমন হার্মার, লিজাদ উইলিয়ামস ও ডুয়ান অলিভিয়ার।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব নেই, পেটের পীড়ায় তামিমও বিশ্রামে

সাকিব নেই, পেটের পীড়ায় তামিমও বিশ্রামে

১২ টেস্টে কেমন ছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যান

১২ টেস্টে কেমন ছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যান

আত্মবিশ্বাসী মমিনুল, আধিপত্য বিস্তার করে জয়ের আশা

আত্মবিশ্বাসী মমিনুল, আধিপত্য বিস্তার করে জয়ের আশা

পাকিস্তানকে পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

পাকিস্তানকে পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ