স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট রেকর্ড খুল একটা ভালো নয় বাংলাদেশ ক্রিকেট দলের। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মমিনুল হক।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ টেস্টের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ৬ বার সাদা পোশাকে খেলতে নেমেছিল বাংলাদেশ। এর মধ্যে একবারও জয়ের দেখা পায়নি। উল্টো পাঁচ ম্যাচে হেরেছিল ইনিংস ব্যবধানে।
সর্বশেষ কয়েক ম্যাচে ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স মোটেও ভালো নয়। অন্যদিকে, নিউজিল্যান্ডে টেস্ট জয়ের পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম বারের মতো ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলোদেশ।
এদিকে, পেটের পীড়ার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে টেস্টে নেই টাইগার ওপেনার তামিম ইকবাল। এছাড়া বাংলাদেশের সর্বশেষ টেস্ট ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা একাদশ থেকে আরও দুটি পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ একাদশ
মমিনুল হক, শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ এবং ইবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কেগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকলটন, কাইল ভেরেইনা (উইকেটরক্ষক), ভিয়ান মুলডার, কেশব মহারাজ, সাইমন হার্মার, লিজাদ উইলিয়ামস ও ডুয়ান অলিভিয়ার।
স্পোর্টসমেইল২৪/আরএস